Monday, September 16, 2024
বাড়িরাজ্যশপথ গ্রহণ অনুষ্ঠান নিয়ে ধুন্ধুমার কান্ড কদমতলা ব্লক এলাকায়

শপথ গ্রহণ অনুষ্ঠান নিয়ে ধুন্ধুমার কান্ড কদমতলা ব্লক এলাকায়

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৩০ আগস্ট : গ্রাম পঞ্চায়েতের শপথ গ্রহণ অনুষ্ঠান নিয়ে ধুন্ধুমার কান্ড কদমতলা ব্লক এলাকায়। আহত একাধিক বিজেপি কর্মী। আহতরা ধর্মনগর জেলা হাসপাতালে চিকিৎসাধীন। প্রতিবাদে বিজেপি কর্মীদের কদমতলা থানা ঘেরাও করে। জানা যায়, শুক্রবার রাজনগর স্থিত কমিউনিটি হলে ছিল শপথ গ্রহণ অনুষ্ঠান। মূলত রাজনগর গ্রাম পঞ্চায়েতে ত্রিশঙ্কু ফলাফল হয়। গ্রাম পঞ্চায়েতের মোট এগারোটি আসনের মধ্যে বিজেপির দখলে পাঁচটি, কংগ্রেস চারটি এবং সিপিআইএম দুটি আসনে জয়লাভ করে।

ফলে একা কোন দলই পঞ্চায়েত গঠন করতে পারে নি। যদিও সিপিএম ও কংগ্রেস মিলে পঞ্চায়েত গঠনের সিদ্ধান্ত নেয়।যথারীতি এদিন সকাল এগারোটা থেকে শপথ গ্রহণ অনুষ্ঠান শুরু হয়। এদিকে আক্রান্ত বিজেপি কর্মী তথা পঞ্চায়েতের জয়ী সদস্য আব্দুল মুমিন এর বয়ান অনুযায়ী শপথ গ্রহণ কার্যসূচি সুন্দর ভাবেই সমাপ্ত হয়েছে। তারপর হঠাৎ করেই সিপিআইএম ও কংগ্রেস কর্মীরা মিলে বিজেপির জয়ী প্রার্থী সহ তাদের কর্মীদের উপর এলোপাতাড়ি আক্রমণ চালায়। এতে আহত হন আব্দুল মুমিন, রত্নদ্বীপ দাস, সুজিত দাস, আলতাব উদ্দিন, সঞ্জয় পাল, গৌরমনি দাস সহ আরো কয়েকজন।আহতদের উদ্ধার করে প্রথমে নিয়ে আসা হয় কদমতলা সামাজিক হাসপাতালে। সেখান থেকে দ্রুত গুরুতর আহতদের রেফার করা হয় ধর্মনগর জেলা হাসপাতালে।এদিকে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান মহকুমা প্রশাসনের আধিকারিকরা সহ কদমতলা থানার বিশাল পুলিশ বাহিনী। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলেও ঘটনায় উত্তেজনা বিরাজ করছে গোটা এলাকায়।অন্যদিকে ঘটনার প্রতিবাদ জানিয়ে কদমতলা থানা গেরাও করে বিজেপি কর্মী সমর্থকরা। পাশাপাশি সিপিএম ও কংগ্রেসের অভিযোগ বিজেপি সদস্যরা পঞ্চায়েত দখল করতে পারেনি বলে তাদের উপরে হামলা করেছে। অভিযোগ পাল্টা অভিযোগে উত্তপ্ত কদমতলা ব্লক এলাকা।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য