Sunday, October 6, 2024
বাড়িরাজ্যবছর বাঁচাও পরীক্ষার ফলাফল ঘোষণা করল ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ

বছর বাঁচাও পরীক্ষার ফলাফল ঘোষণা করল ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৩০ আগস্ট : শুক্রবার দুপুরে আনুষ্ঠানিকভাবে ঘোষণা হল ২০২৪ সালের মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিকের বছর বাঁচাও পরীক্ষার ফলাফল। পরে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ সভাপতি ড. ধনঞ্জয় গণচৌধুরী সাংবাদিক সম্মেলন করে ঘোষণা করেছেন। তিনি নিজ কক্ষে সাংবাদিক সম্মেলন করে জানান দ্বাদশ শ্রেণীতে এ বছর বছর বাঁচাও পরীক্ষায় বসে ৩৮১৭ জন। বিজ্ঞান বিভাগ, কলা বিভাগ এবং বাণিজ্য বিভাগ মিলে পাস করেছে ৩৩৪৫ জন। পাশের হার বেড়ে দাঁড়িয়েছে ৮৭ দশমিক ৬ শতাংশ। ফেল করেছে ৪৭২ জন।

 মাধ্যমিকে ২৭৬৪ জন পরীক্ষায় বসে। এর মধ্যে পাশ করে ১৮৮৮ জন। পাশের হার ছিল মানে ৬৮ দশমিক ৩ শতাংশ। ফেল করেছে ৮৭৬ জন। সঙ্গে উপস্থিত ছিলেন পর্ষদ সচিব। তিনি বলেন এবছর ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের মাধ্যমিক পরীক্ষার্থী ছিল ৩৩,৭৩৯ জন, এর মধ্যে পাশ করে ২৯ হাজার ৫৩৪ জন। পাশের হার ছিল ৮৭.৫৪ শতাংশ। তারপর রিভিউ এবং বছর বাঁচাও পরীক্ষার মাধ্যমে বর্তমানে পাশ করেছে ৩১,৪৪৩ জন। বর্তমানে পাশের হার দাঁড়ায় ৯৩.১৯ শতাংশ। অপরদিকে উচ্চমাধ্যমিকে পরীক্ষার্থীর সংখ্যা ছিল ২৫ হাজার ৩৫০ জন। এর মধ্যে পাশ করেছিল ২০ হাজার ৯৫ জন। পাশের হার ছিল ৭৯.২৭ শতাংশ। তারপর রিভিউতে একজন পাস করে। পরবর্তী সময়ে বছর বাঁচাও পরীক্ষায় বসে ৩৩৪৫ জন পাস করেছে। বছর বাঁচাও পরীক্ষার ফলাফল বের হওয়ার পর সর্বমোট উচ্চ মাধ্যমিকে পাস করেছে ২৩,৪৪১ জন। বর্তমানে পাশের হার বেড়ে দাঁড়ায় ৮৭.৬ শতাংশ। মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিকে মোট পাসের হার ছিল এবছর ৭৯.২৭ শতাংশ। তিন পর্যায়ে ফলাফল প্রকাশ হওয়ার পর অর্থাৎ রিভিউ এবং বছর বাঁচাও পরীক্ষার ফলাফল প্রকাশ হওয়ার পর পাশের হার বেড়ে দাঁড়ায় ৯২.৪৬ শতাংশ। এদিকে পর্ষদ সভাপতি আরো জানান আগামী ২ সেপ্টেম্বর থেকে ২০২৫ সালের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতিমূলক কাজ শুরু করবে ত্রিপুরার মধ্যশিক্ষা পর্ষদ।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য