Friday, April 25, 2025
বাড়িরাজ্যবন্যা দুর্গতদের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দিলেন সাংসদ

বন্যা দুর্গতদের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দিলেন সাংসদ

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৩০ আগস্ট : বন্যা দুর্গতদের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দিলেন সাংসদ বিপ্লব কুমার দেব। শুক্রবার সাংসদ বিপ্লব কুমার দেবের উদ্যোগে বন্যা দুর্গতদের হাতে ত্রান সামগ্রী তুলে দেওয়া হয়। এইদিন ৬ আগরতলা বিধানসভা কেন্দ্রের ১৩ নং ওয়ার্ড এলাকার বন্যা দুর্গতদের হাতে ত্রান সামগ্রী তুলে দেওয়া হয়।

 উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপির সহসভানেত্রী পাপিয়া দত্ত, কর্পোরেটর প্রদিপ চন্দ, ৬ আগরতলা মণ্ডলের সভাপতি হিরালাল দেবনাথ সহ অন্যান্যরা। পাপিয়া দত্ত জানান ব্যস্ততার কারনে সাংসদ বিপ্লব কুমার দেব দিল্লি রয়েছেন। কিন্তু তিনি বন্যা দুর্গতদের জন্য ত্রান সামগ্রী পাঠিয়েছেন। এইদিন ১৩ নং ওয়ার্ড এলাকার ৬০০ জন বন্যা দুর্গতর হাতে ত্রান সামগ্রী তুলে দেওয়া হয়েছে। আগামিদিনে এই ধরনের ত্রান সামগ্রী ৬ আগরতলা মণ্ডলের অন্যান্য জায়গায়ও প্রদান করা হবে বলে জানান তিনি।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য