স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৩০ আগস্ট : শুক্রবার দুপুরে চড়িলাম আর.ডি ব্লকের অন্তর্গত আড়ালিয়া গ্রাম পঞ্চায়েতে অনুষ্ঠিত হয় শপথ গ্রহণ অনুষ্ঠান। এইদিন বিজেপি দলের নির্বাচিত প্রতিনিধিরা শপথ গ্রহণ করলেও, শপথ গ্রহণ অনুষ্ঠান বয়কট করে তিপ্রা মথা দলের নির্বাচিত সদস্যরা। তিপ্রা মথা দলের নেতৃত্বদের অভিযোগ শপথ গ্রহণ অনুষ্ঠানে তাদের জন্য বসার জায়গা দেওয়া হয় নি।
পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী এইদিন শপথ গ্রহণ অনুষ্ঠান উপলক্ষ্যে আড়িলিয়া গ্রাম পঞ্চায়েতে পঞ্চায়েত অফিসার সহ সকলে উপস্থিত হন। আড়ালিয়া গ্রাম পঞ্চায়েতে তিপ্রা মথা দলের ৪ জন প্রার্থী জয়ী হয়। শপথ গ্রহণ অনুষ্ঠানে বসার জন্য ৭০ থেকে ৮০ টি চেয়ারের ব্যবস্থা করা হয়। তিপ্রা মথা দলের নির্বাচিত প্রতিনিধি ও দলের নেতৃত্ব সহ কর্মী সমর্থকরা শপথ গ্রহণ অনুষ্ঠানে গিয়ে দেখতে পায় আগে থেকেই বিজেপি কর্মী সমর্থকরা সকল আসনে বসে রয়েছে। তাদের জন্য নেই বসার কোন জায়গা। তখন তিপ্রা মথা দলের নেতৃত্ব বুদ্ধ দেববর্মার নেতৃত্বে তিপ্রা মথা দলের নির্বাচিত প্রতিনিধি ও কর্মী সমর্থকরা শপথ গ্রহণ অনুষ্ঠান বয়কট করে চলে যায়। বুদ্ধ দেববর্মা জানান শপথ গ্রহণ অনুষ্ঠানে তাদের জন্য বসার কোন ব্যবস্থা করা হয় নি। এইটা বিডিও-র ব্যর্থতা। তাই তারা শপথ গ্রহণ অনুষ্ঠান বয়কট করেছেন। পরবর্তী সময় বিডিও-র সাথে কথা বলে তিপ্রা মথা দলের নির্বাচিত প্রতিনিধিরা শপথ গ্রহণ করবে বলেও জানান তিনি।