স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৩০ আগস্ট : সম্পন্ন হল বক্সনগর পঞ্চায়েত সমিতির নব নির্বাচিত সদস্য সদস্যাদের শপথ গ্রহণ অনুষ্ঠান। বক্সনগর পঞ্চায়েত সমিতির ১৩ জন সদস্য সদস্যাই শুক্রবার শপথ গ্রহণ করেন। প্রথমে নব নির্বাচিত সদস্য সদস্যাদের শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হওয়ার পর অনুষ্ঠিত হয় সভা। সভা শেষে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানের নাম ঘোষণা করা হয়। তারপর তারা শপথ গ্রহণ করেন।
বক্সনগর পঞ্চায়েত সমিতির চেয়ারপার্সন হিসাবে শপথ নেন স্বপ্না নম: এবং ভাইস চেয়ারপার্সন হিসেবে শপথ নেন সেলিনা আক্তার। শপথ বাক্য পাঠ করান জেলা পঞ্চায়েত আধিকারিক নিবেদীতা ভৌমিক। শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বক্সনগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক তফাজ্জল হোসেন, বিজেপি সদর জেলা শহরাঞ্চল কমিটির সভাপতি অসিম ভট্টাচার্য সহ অন্যান্যরা। অসিম ভট্টাচার্য আলোচনা করতে গিয়ে পঞ্চায়েত সমিতির নব নির্বাচিত সদস্য সদস্যাদের নিষ্ঠার সাথে আগামিদিনে কাজ করার আহ্বান জানান।