স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৩০ আগস্ট : কমলপুরে বিজেপির গোষ্ঠী কোন্দল ক্রমশ প্রকট হচ্ছে। বৃহস্পতিবার রাতে যুব মোর্চা কমলপুর মন্ডলের সভাপতি মৃন্ময় ভট্টাচার্য-র বাড়িতে গিয়ে স্বদলীয় কর্মীরা প্রান নাশের হুমকি দিয়ে আসে।
এই ঘটনার পরিপ্রেক্ষিতে শুক্রবার অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে কমলপুর থানায় গিয়ে মহকুমা পুলিশ আধিকারিকের নিকট ডেপুটেশান প্রদান করে যুব মোর্চা কমলপুর মন্ডলের এক প্রতিনিধি দল। ডেপুটেশন প্রদান কালে উপস্থিত ছিলেন যুব মোর্চা কমলপুর মন্ডলের সহসভাপতি জয়দ্বীপ মজুমদার, যুব মোর্চার মন্ডল সাধারন সম্পাদক দীপঙ্কর সিনহা সহ অন্যান্যরা। কমলপুর যুব মোর্চার মন্ডল সহসভাপতি জয়দ্বীপ মজুমদার জানান বৃহস্পতিবার রাতে সজল গোপ তার সাঙ্গপাঙ্গদের নিয়ে কমলপুর যুব মোর্চার মন্ডল সভাপতি মৃন্ময় ভট্টাচার্য্যের বাড়িতে গিয়ে মৃন্ময় ভট্টাচার্য্যকে বাড়িতে না পেয়ে তার বৃদ্ধ মা বাবাকে মৃন্ময়ের প্রান নাশের হুমকি দিয়ে আসে। এবং অকথ্য ভাষায় গালিগালাজ করে। তাই অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে এইদিন মহকুমা পুলিশ আধিকারিকের নিকট ডেপুটেশান প্রদান করা হয়েছে।