স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৩০ আগস্ট : হাতে গোনা আর কয়েকটা দিন। তারপরই রাজ্য জুড়ে গণেশ পূজা। গণেশ পুজাকে সামনে রেখে বর্তমানে ব্যস্ততা চরমে মৃৎ শিল্পীদের। দিনরাত এক করে মৃৎ শিল্পীরা কাজ করে যাচ্ছেন। তবে মৃৎ শিল্পীদের বক্তব্য এই বছর আর্থিক দিক থেকে তারা ক্ষতিগ্রস্ত। এক মৃৎ শিল্পী জানান এমনিতেই বাজার মন্দা।
তার উপর সম্প্রতি বন্যা পরিস্থিতি গেছে। যার কারনে মানুষের হাতে তেমন একটা অর্থ নেই। যার কারনে গত বছর তারা যে মূর্তি ১০ থেকে ১২ হাজার টাকা করে বিক্রয় করেছেন। এইবার সেই মূর্তি পূজা উদ্যোক্তারা ৮ হাজার টাকার বেশি দিতে চাইছেন না। তিনি আরও জানান বন্যার কারনে গত বছরের তুলনায় এই বছর গণেশ মূর্তির চাহিদা কিছুটা কম। সব মিলিয়ে এই বছর আর্থিক দিক থেকে তারা ক্ষতিগ্রস্ত।