Thursday, January 16, 2025
বাড়িরাজ্যছাপ্পা ভোটের মাধ্যমে পঞ্চায়েত দখল করায় মানুষ প্রধান ও উপপ্রধানকে মেনে নিচ্ছে...

ছাপ্পা ভোটের মাধ্যমে পঞ্চায়েত দখল করায় মানুষ প্রধান ও উপপ্রধানকে মেনে নিচ্ছে না : জিতেন্দ্র

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৩০ আগস্ট :  বর্তমান সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর গত ছয় বছরে একটি নির্বাচনও সুষ্ঠুভাবে সম্পন্ন হয়নি। কারণ ভোটের সময় পেশি শক্তি এবং প্রশাসনিক যন্ত্রকে অচল করে দিয়ে কিভাবে গণতন্ত্রের মৃত্যুর ঘন্টা বাজানো যায় তার রেকর্ড স্থাপন করেছে বিজেপি। বিশ্বের মধ্যে এ ধরনের ঘটনা যেসব জায়গায় হয় তার মধ্যে অন্যতম উদাহরণ হল ত্রিপুরা। শুক্রবার রাজধানীর বিদ্যাসাগর এলাকায় সিপিআইএম রাজ্য কার্যালয়ে আয়োজিত স্বেচ্ছায় রক্তদান শিবিরে বক্তব্য রেখে এই কথা বলেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী।

 এদিন ডঃ অজিত রায় চৌধুরী শহীদান দিবস উপলক্ষে ডি ওয়াই এফ আই ডুকলি বিভাগ কমিটির পক্ষ থেকে এ রক্তদান শিবিরে আয়োজন করা হয়। শিবিরের উদ্বোধন করেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। তিনি বলেন, পঞ্চায়েত নির্বাচনে ৭০ শতাংশ আসন ভোটের আগেই গায়ের জোরে দখল করেছে শাসক দল। বাকি ৩০ শতাংশ আসনেও স্বাভাবিকভাবে ভোট হয়নি। তারপরও গ্রামীন এলাকার মানুষ শাসক দলের বিরুদ্ধে এগিয়ে আসলেও দেখা গেছে ফলাফলের দিন মহাকরণ থেকে নির্দেশ দিয়ে রিটার্নিং অফিসার এবং বিডিওদের ফল প্রকাশ করতে দেওয়া হয়নি। তারপর রাত বারোটার পর পুলিশ সরিয়ে বিরোধী দলের কাউন্টিং এজেন্টদের গণনা কেন্দ্র থেকে বের করে ছাপ্পা দিয়ে বিজেপিকে জয়ী ঘোষণা করা হয়েছে।

এভাবে ৩০ শতাংশ আসন দখল করেছে বিজেপি। আরো বলেন, বর্তমানে লক্ষ্য করা গেছে যেসব পঞ্চায়েত বিজেপি ছাপ্পা ভোটের মাধ্যমে ক্ষমতা দখল করেছে সেসব পঞ্চায়েতে প্রধান ও উপপ্রধান নির্বাচন মানুষ মেনে নিচ্ছে না। প্রতিবাদে পঞ্চায়েতের তালা দিয়ে রাস্তা অবরোধ করছে। এবং রক্তাক্ত হচ্ছে রাজপথ। আরো লক্ষ্য করা যাচ্ছে এ ধরনের পরিস্থিতি বিজেপি সৃষ্টি করার কারণে মানুষ বিধায়ককে পর্যন্ত গালাগাল দিচ্ছে বলে জানান তিনি। আয়োজিত শিবিরে এদিন ডি ওয়াই এফ আই রাজ্য সম্পাদক নবারুণ দেব, বিধায়ক রাম দাস সহ অন্যান্য নেতৃত্ব উপস্থিত ছিলেন। তারা প্রয়াত অজিত রায় চৌধুরীর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানান।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য