স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৯ আগস্ট : আগামী দুই সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতীয় জনতা পার্টির ২০২৪ সালের সদস্য পদ গ্রহণ করে সদস্যতা অভিযানের উদ্বোধন করবেন। তারপর তিন সেপ্টেম্বর ত্রিপুরা রাজ্যে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা ভারতীয় জনতা পার্টির ২০২৪ সালের সদস্য পথ গ্রহণ করার মধ্য দিয়ে সদস্যতা অভিযানের শুভ উদ্বোধন হবে রাজ্যে। তারপর এটি রাজ্য স্তর থেকে বুথ স্তর পর্যন্ত এই অভিযান চলবে।
বৃহস্পতিবার প্রদেশ বিজেপি কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে এ বিষয়ে জানান প্রদেশ বিজেপির সাধারণ সম্পাদক ভগবান চন্দ্র দাস। তিনি আহ্বান জানান দলীয় কর্মীদের পাশাপাশি সকলে যাতে এই সদস্য হয়। এর জন্য অনলাইন এবং অফলাইন দুইভাবেই সুবিধা রয়েছে। দলের কর্মীরা মানুষের কাছে গিয়ে এ বিষয়ে অবগত করবেন বলে জানান তিনি। তিনি আরো বলেন এই প্রক্রিয়া দুটি ধাপে চলবে। ২ সেপ্টেম্বর থেকে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত প্রথম ধাপে চলবে। দ্বিতীয় ধাপে ১ অক্টোবর থেকে ১৫ অক্টোবর পর্যন্ত এই সদস্যতা অভিযান চলবে। অর্থাৎ সারাদেশে ৪০ দিনব্যাপী চলবে এই অভিযান।