স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৮ আগস্ট : গোপন খবরের ভিত্তিতে তিনজন ভারতীয় দালালকে আটক করল আগরতলা জিআরপি থানার পুলিশ। তাদের বাড়ি এয়ারপোর্ট থানা এলাকায়। আগরতলা জিআরপি থানার পুরাতন একটি মামলায় তাদেরকে আটক করা হয়। ধৃতরা হল শুকলাল সরকার, প্রদীপ সরকার ও বিশ্বজিৎ আচার্য।
বুধবার ধৃতদের আদালতে সোপর্দ করে আগরতলা জিআরপি থানার পুলিশ। আগরতলা জিআরপি থানার ওসি জানান ধৃতরা বাংলাদেশী নাগরিকদের অবৈধভাবে ভারতে প্রবেশ করতে সহযোগিতা করত। তিনি আরও জানান মঙ্গলবার আগরতলা থেকে জিরানিয়া যাওয়ার রেল ট্র্যাকের পাশের জঙ্গল থেকে মোট ৮১ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এই গাঁজা উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া গাঁজার বাজার মূল্য ৫ থেকে সাড়ে ৫ লক্ষ টাকা হবে। তবে গাঁজার সাথে কাউকে আটক করা যায় নি। ঘটনার তদন্ত চলছে বলে জানান তিনি।