স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৮ আগস্ট :সম্প্রতি ভারী বর্ষণে রাজ্যে বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়। বর্তমানে পরিস্থিতির স্বাভাবিক হলেও মানুষের আয় উপার্জনের উপর অনেকটাই আঘাত নেমে এসেছে। ক্ষতিগ্রস্ত বহু মানুষ। এই পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ালো রাজধানীর বনমালীপুর স্থিত শ্রী শ্রী রামঠাকুর সেবা মন্দির।
বুধবার নব দিগন্ত সামাজিক সংস্কার সহযোগিতায় বন্যা ক্ষতিগ্রস্ত মানুষদের মধ্যে ত্রান সামগ্রী বিতরণ করা হয়। উপস্থিত ছিলেন বনমালীপুর স্থিত শ্রী শ্রী রামঠাকুর সেবা মন্দির সম্পাদক স্বপন কুমার বণিক। তিনি জানান, এ ধরনের কর্মসূচি আগামী দিনেও অব্যাহত থাকবে।