Monday, September 16, 2024
বাড়িরাজ্যহতাশ হয়ে আবারো ময়দানে নামলো জেল পুলিশের চাকরি প্রত্যাশী বেকাররা

হতাশ হয়ে আবারো ময়দানে নামলো জেল পুলিশের চাকরি প্রত্যাশী বেকাররা

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৮ আগস্ট : জেল পুলিশের জন্য শারীরিক পরীক্ষা নিয়ে সরকার কাটিয়ে দিল দু’বছর। কিন্তু নিয়োগ করার নাম গন্ধও নেই। দ্রুত নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করার দাবিতে ইতিমধ্যে কারা দপ্তরে চারবার ডেপুটেশন দিয়েছে চাকরি প্রত্যাশী যুবকরা। কিন্তু আশ্চর্যের বিষয় হলো নিয়োগ প্রক্রিয়ার সম্পূর্ণ করার বিষয় নিয়ে এখন পর্যন্ত কোন সাড়াশব্দ নেই সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকদের। এরই প্রতিবাদে সরব হল চাকুরী প্রত্যাশী বেকাররা।

 বুধবার রাজধানীর জেল পুলিশের প্রধান কার্যালয়ে ডেপুটেশন প্রদান করে তারা জানায়, ২০২২ সালে ২৪৯ টি জেল পুলিশের শূন্য পদ পূরণ করার জন্য শারীরিক পরীক্ষা গ্রহণ করে। মোট ১০ হাজার চাকরির প্রত্যাশী এই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর বাকি মৌখিক সহ অন্যান্য পরীক্ষা গ্রহণ করতে কোন উদ্যোগ গ্রহণ করা হচ্ছে না। ফলে দিন দিন তারা হতাশায় ভুগছে।

 তারা মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে দাবি জানায় দুর্গাপূজার আগে যাতে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করা হয়। আরো জানায়, এ বিষয় নিয়ে বুধবার দপ্তরের আইজি সাথে দেখাও করেছে। সুতরাং দুর্গাপূজার আগে যদি তাদের নিয়োগ না করা হয় তাহলে তারা বৃহত্তর আন্দোলনে নামতো বাধ্য হবে বলে জানান। উল্লেখ্য, শুধু জেল পুলিশে নয় অন্যান্য বিভিন্ন দপ্তরেও নিয়োগ প্রক্রিয়া স্তব্ধ করে দিয়ে সরকার কি প্রমাণ করতে চাইছে সেটা ভালো বলতে পারবে তারাই। তবে বেকার যন্ত্রণায় প্রতিদিন রাস্তায় নামছে যুবকরা। কারণ নিয়োগ প্রক্রিয়ার ললিপপ দিয়ে ভোটের পর ভোটের বৈতরণী পার হয়ে গেলে সরকার ভুলে যাচ্ছে দায়িত্ব পালন।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য