স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৮ আগস্ট : ভারত কৃষক সভা ত্রিপুরা রাজ্য কমিটি গত ২৭ আগষ্ট রাজ্যের মুখ্যসচিব জে কে সিনহার সাথে রাজ্যের বর্তমান বন্যা পরিস্থিতিতে কৃষকদের ও কৃষি ক্ষেত্রের অবস্থা নিয়ে এক ডেপুটেশন প্রদান করা হয়। মোট চৌদ্দ দফা দাবি নিয়ে মুখ্য সচিবের সাথে আলোচনা হয়। সেখানে এই বন্যায় কৃষকদের ও রাজ্যের কৃষির ভয়ঙ্কর ক্ষতির বিষয়ে অবগত করা হয়। মুখাসচিব সমস্ত দাবির সঙ্গে সহমত প্রকাশ করেন এবং মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনাক্রমে সব ব্যবস্থা গ্রহনের আশ্বাস দিয়েছেন।
বুধবার সকালে সারা ভারত কৃষক সভা রাজ্য কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে এই কথা বলেন সারা ভারত কৃষক সভা রাজ্য কমিটির সম্পাদক পবিত্র কর। তিনি বলেন, গত এক বছরে পরপর প্রাকৃতিক দুর্যোগের জন্য রাজ্যের কৃষকদের ব্যাপকভাবে ক্ষতির মুখে পড়তে হয়েছে। কৃষক সভা এই ব্যাপারে একাধিকবার সরকারের নিকট বিভিন্ন পর্যায়ে ডেপুটেশনে সমস্ত বিষয়গুলো জানিয়েও কোনো ফল পায়নি। এবারের ভয়ঙ্কর বন্যার ফলে প্রায় আড়াই লক্ষ কৃষক তাদের কৃষি জমির ফসল সহ সব কিছু হারিয়েছেন। পরিস্থিতি এমন জায়গায় এসে ঠেকেছে যে সরকার যদি সঠিকভাবে পাশে না দাঁড়ায় তাহলে রাজ্যের কৃষক, কৃষি ব্যবস্থা ও রাজ্যের অর্থনীতি ভেঙে পড়ার অবস্থা হবে। সেটা অনুমান করেই রাজ্য কৃষক সভা এই ডেপুটেশন প্রদান করেছে।
তিনি বলেন, দাবিগুলি মূলত বন্যায় ক্ষতিগ্রস্ত সমস্ত কৃষকদের প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনার মাধ্যমে অতিসত্বর সহায়তা করা, ক্ষতিগ্রস্ত জমি গুলি পুনরায় উপযুক্ত করে তুলতে সহযোগিতা করা, ক্ষতিগ্রস্ত কৃষি জমি পুনরুদ্ধারের জন্য কৃষকদের রেগা ও টুয়েব কাজের বন্দোবস্ত করা এবং কৃষকদের বিনামূল্যে বীজ, সার, কীটনাশক এবং চারা গাছ প্রদান করা। এ ব্যবস্থাগুলি না করলে কৃষকরা পুনরায় মাথা তুলে দাঁড়াতে পারবেনা বলে অভিমত ব্যক্ত করেন তিনি। সাংবাদিক সম্মেলনে এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের নেতা রতন দাস।