Sunday, October 6, 2024
বাড়িরাজ্যদুর্গা বাড়িতে অনুষ্ঠিত হলো মা দুর্গার কাঠাম খিলি পূজা

দুর্গা বাড়িতে অনুষ্ঠিত হলো মা দুর্গার কাঠাম খিলি পূজা

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৭ আগস্ট :দুর্গা পুজাকে সামনে রেখে কৃষ্ণের জন্মাষ্টমীর দিন তিথি মেনে রাজধানীর দুর্গা বাড়িতে অনুষ্ঠিত হলো মা দুর্গার কাঠাম খিলি পূজা। অন্যান্য বছরের ন্যায় এই বছরও সেই কাঠাম খিলি পূজা অনুষ্ঠিত হয়।

পুরহিতের মন্ত্র পাঠের মধ্যদিয়ে সাঙ্গ হয় কাঠাম খিলি পূজা। দুর্গা বাড়ির প্রধান পুরহিত জানান প্রতি বছর কৃষ্ণের জন্মাষ্টমীর দিন দুর্গা বাড়িতে কাঠাম খিলি পূজা হয়ে থাকে। এইদিন থেকে শুরু হয়ে যাবে দুর্গা প্রতিমা তৈরির কাজ। এইদিন পাঠা বলি দেওয়া হয়। পাঠা বলির রক্তদিয়ে কাঠাম খিলি পূজা হয়। রাজন্য আমল থেকে চলে আসছে এই রীতি নীতি।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য