স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৭ আগস্ট :জনজাতি ছাত্র-ছাত্রীদের স্কলারশিপের দাবিতে গোর্খাবস্তি স্থিত জনজাতি কল্যাণ দপ্তরের সামনে বিক্ষোভ প্রদর্শন করে টিএসইউ। এইদিন টিএসইউ-র নেতৃত্ব সহ কর্মী সমর্থকরা রাজধানীর গুর্খাবস্তিস্থিত জনজাতি কল্যাণ দপ্তরের সামনে বিক্ষোভ প্রদর্শন করে। টিএসইউ-র রাজ্য সম্পাদক জানান তথ্য অনুযায়ী পোস্ট মেট্রিক স্কলারশিপের জন্য আবেদন পত্র জমা দিয়েছে ৩৫ হাজার ৬৬৫ জন।
প্রি-মেট্রিক স্কলারশিপের জন্য আবেদন পত্র জমা দিয়েছেন ১২ হাজার ২৯৯ জন। কিন্তু প্রি-মেট্রিকে মাত্র ২ হাজার ৮২৬ জনকে স্কলারসিপ প্রদান করা হয়েছে। এখনো প্রায় ৯ হাজার ছাত্র-ছাত্রী স্কলারসিপ পায় নি। পোস্ট মেট্রিক স্কলার শিপ পেয়েছে ১৪ হাজার ছাত্র-ছাত্রী। এইটা দুর্ভাগ্যের বিষয়। এই স্কলারশিপের উপর নির্ভর করে জনজাতি ছাত্র-ছাত্রীরা উচ্চ শিক্ষা লাভ করে থাকে। সেপ্টেম্বর মাসে বিএড পরীক্ষা। কলেজ থেকে ছাত্র-ছাত্রীদের উপর চাপ দেওয়া হচ্ছে। তাই এইদিন স্কলারশিপের দাবিতে গোর্খাবস্তি স্থিত জনজাতি কল্যাণ দপ্তরের সামনে বিক্ষোভ প্রদর্শন করা হয়েছে। তিনি দাবি জানান ১৫ সেপ্টেম্বরের মধ্যে ছাত্র-ছাত্রীদের স্কলারসিপ প্রদান করা হোক।