Monday, September 16, 2024
বাড়িরাজ্যঅবশেষে ৪৭ মাইল এলাকা দিয়ে শুরু হলো যান চলাচল, রাজ্য বাসের মধ্যে...

অবশেষে ৪৭ মাইল এলাকা দিয়ে শুরু হলো যান চলাচল, রাজ্য বাসের মধ্যে স্বস্তির নিশ্বাস

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৫ আগস্ট : আঠারোমুড়া পাহাড়ের ৪৭ মাইল এলাকা দিয়ে শুরু হলো যান চলাচল। অতি ভারী বর্ষণে রাস্তাটি ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল। বন্ধ ছিল যান চলাচল। অবশেষে সংস্কার করার পর রবিবার থেকে টায়াল রান শুরু হয়েছে বলে জানান মন্ত্রী বিকাশ দেববর্মা। তিনি জানান, প্রবল বৃষ্টির ফলে স্তব্ধ হয়ে পড়েছিল আসাম-আগরতলা জাতীয় সড়কে যান চলাচল।

ত্রিপুরা রাজ্যের লাইফ লাইন হিসাবে পরিচিত আসাম আগরতলা জাতীয় সড়ক। এই জাতীয় সড়ক দিয়ে প্রতিদিন শতশত মালবাহী গাড়ি বহিঃরাজ্য থেকে মাল নিয়ে রাজধানী আগরতলা শহর সহ রাজ্যের বিভিন্ন স্থানে যায়। মাত্র কয়েকমাস পূর্বে আসাম-আগরতলা জাতীয় সড়ক প্রশস্ত করা হয়। প্রবল বৃষ্টির ফলে বর্তমানে ৪৭ মাইল মহাদেব টিলা এলাকার জাতীয় সড়কের বিশাল অংশ ভেঙ্গে রয়েছে। রাস্তার একাংশ ধ্বসে খাদে চলে গেছে। ফলে যান চলাচল সম্পূর্ণ ভাবে বন্ধ হয়ে পড়ে। তারপর রাস্তা সংস্কারের জন্য নির্দেশ দেওয়া হয়। এবং এলাকার শিব মন্দিরে পূজা রচনা করা হয় শনিবার। বর্তমানে রাস্তাটি উপায় চলাচলের উপযোগী হয়ে উঠছে।

রবিবার দুপুর থেকে ছোট গাড়ি দ্বারা রাস্তাটি দিয়ে ট্রায়াল দেওয়া হয়। উল্লেখ্য, ২০০ কোটি টাকার প্রকল্প হাতে নেওয়া হয়েছিল। জাতীয় সড়ক প্রশস্ত করার কাজের বরাত পায় বহিঃরাজ্যের নীতিন শাই কনস্ট্রাকশন নামক সংস্থা। রাস্তা প্রশস্ত কারার কাজ শুরু হওয়ার পর থেকে নিম্ন মানের কাজের অভিযোগ উঠতে শুরু করে। এই নিয়ে বিভিন্ন সংবাদ মাধ্যমে সংবাদও সম্প্রচার করা হয়। সেই সময় পূর্ত দপ্তরের এন.এইচ ডিভিশনের চিফ ইঞ্জিনিয়ার অমিত দাস এবং এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার অঞ্জন কুমার দাস অভিযোগের কোন পাত্তা দেন নি। আর তাদের মদতে নির্মাণ সংস্থা নিম্ন মানের কাজ করে যায়। যার খেসারত দিতে হচ্ছে বর্তমানে।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য