স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৫ আগস্ট : আগরতলা পুর নিগমের ১২ নং ওয়ার্ডের কর্পোরেটর সান্তনা সাহার বিরুদ্ধে মামলা দায়ের পশ্চিম আগরতলা থানায়। মামলা দায়ের করলেন বিজেপি ৬ আগরতলা মণ্ডলের অফিস সম্পাদক পায়েল দাস। মামলা দায়ের করার পর পায়েল দাস অভিযোগ করেন কর্পোরেটর সান্তনা সাহার সাথে নেশা কারবারিদের গোপন আঁতাত রয়েছে। জানা যায়, শুক্রবার বিকালে রাধানগর এলাকায় ত্রান শিবিরে বন্যা দুর্গতদের মধ্যে খাবার বিতরণ নিয়ে ঝামেলার সুত্রপাত হয়।
প্রশাসন থেকে বন্যা দুর্গতদের জন্য খাবারের ব্যবস্থা করা হয়। অভিযোগ কর্পোরেটর সান্তনা সাহা পোকায় ধরা চাল দিয়ে খিচুরি রান্না করে বন্যা দুর্গতদের খেতে দিচ্ছেন। বিজেপি ৬ আগরতলা মণ্ডলের অফিস সম্পাদক পায়েল দাস তার প্রতিবাদ করেন। তখন কর্পোরেটর সান্তনা সাহা পায়ের দাসকে মারধর করেন। ভেঙ্গে দেন পায়ের দাসের মোবাইল। ছিনিয়ে নিয়ে যান পায়ের দাসের গলায় থাকা স্বর্ণের চেইন। শতশত মানুষের সামনে এই ঘটনা। পরবর্তী সময় ঘটনাস্থলে উপস্থিত লোকজন প্রতিবাদ করলে কর্পোরেটর সান্তনা সাহা ঘটনাস্থল থেকে পালিয়ে যান। এই ঘটনার পর আক্রান্ত পায়েল দাস কর্পোরেটর সান্তনা সাহার পদত্যাগের দাবি জানান। এবং ২৪ ঘণ্টা সময়সীমা বেধে দেন। পায়েল দাসের সাথে প্রতিবাদে সরব হন ঘটনার সময় ঘটনাস্থলে উপস্থিত লোকজন। এই ঘটনার পর শনিবার কর্পোরেটর শাক দিয়ে মাছ ঢাকার জন্য সাংবাদিক সম্মেলন করে নিজের পক্ষে সাফাই গান। কিন্তু নিজেকে ধুয়া তুলসি পাতা প্রমান করতে গিয়ে নিজের কথাতেই নিজে ফেসে যান। অবশেষে রবিবার আক্রান্ত পায়েল দাস ঘটনার দিন ঘটনাস্থলে উপস্থিত লোকজনদের সাথে নিয়ে পশ্চিম থানায় গিয়ে অভিযুক্ত কর্পোরেটর সান্তনা সাহার বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। থানায় মামলা দায়ের করার পর ন্যায় বিচারের দাবি জানিয়ে পায়েল দাস এইদিন কর্পোরেটর সান্তনা সাহাকে পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দেন। পায়ের দাস এইদিন জানান কর্পোরেটর সান্তনা সাহা অভিযোগ করেছেন পায়েন দাস ওয়ার্ড অফিসে গিয়ে ওনাকে হুমকি দিয়েছে।
পায়েল দাস এইদিন চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেন ওয়ার্ড অফিসের বাইরে সিসি ক্যামেরা রয়েছে। সেই সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখা হোক। দুই মাসের মধ্যে তিনি ওয়ার্ড অফিসে যান নি। পায়েল দাস এইদিন আরও অভিযোগ করেন এলাকাকে নেশা মুক্ত করার জন্য তিনি থানায় আবেদন জানানোর জন্য কর্পোরেটরের কাছে গিয়েছিলেন, কর্পোরেটর সান্তনা সাহা পায়েল দাসকে বলেছিলেন চুপচাপ থাকার জন্য। কর্পোরেটর সান্তনা সাহা শনিবার সাংবাদিক সম্মেলন করে পায়েল দাসের নাম নেশা কারবারির সাথে জড়ানোর প্রয়াস করেছিলেন। কিন্তু এইদিন পায়েল দাস প্রমান দিয়ে অভিযোগ করেন কর্পোরেটর সান্তনা সাহা নেশা কারবারের সাথে যুক্ত। সান্তনা সাহা যে সকল অভিযোগ করেছেন সেই গুলি প্রামান করার জন্য চ্যালেঞ্জ ছুড়ে দেন পায়েল দাস। স্বাভাবিক ভাবেই কর্পোরেটর সান্তনা সাহার স্বচ্ছতা নিয়ে বড় সর প্রশ্ন দেখা দিয়েছে। তার উপর পায়েল দাস থানায়ও মামলা দায়ের করেছেন। তখন দেখার পুলিশ কর্পোরেটর সান্তনা সাহার বিরুদ্ধে কি ব্যবস্থা গ্রহণ করে। পাশাপাশি দেখার বিজেপি দলীয় ভাবে কর্পোরেটর সান্তনা সাহার বিরুদ্ধে কোন ব্যবস্থা গ্রহণ করে কিনা।