স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৪ আগস্ট : সুশাসন জামানায় মহিলা কাউন্সিলর দ্বারা গুন্ডামীর অভিযোগ আগরতলা পুর নিগমের ৫ নং ওয়ার্ডে। এক পরিবারের উপর প্রতিহিংসা মেটাতে গিয়ে সেই মহিলা কাউন্সিলর দলবল নিয়ে এলাকার এক ছাত্রীকে মারধর করে বিষ খাইয়ে দেওয়ার ঘটনা সংগঠিত করেছে বলে অভিযোগ। অভিযুক্ত কাউন্সিলরের নাম লতা নাথ। সুশাসন জামানার এই কাউন্সিলর বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটার নাগাদ শ্যামলী বাজার সোনালী গেস্ট হাউস সংলগ্ন এলাকার এক ছাত্রীর উপর এই ঘটনা সংগঠিত করেছে। আহত ছাত্রীর মা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান দুই মাসে পূর্বে একটি ঘটনা ঘটে।
ওনার ছেলে ও তার স্বামীকে মারধর করা হয়। তারপর তিনি বিচারের দাবিতে কর্পোরেটর লতা নাথের দ্বারস্থ হন। তখন লতা নাথ তাকে অভিযোগ পত্র লিখে দিয়ে এনসিসি থানায় মামলা দায়ের করার জন্য বলেন। তখন তিনি এনসিসি থানায় অভিযোগ দায়ের করেন। কিন্তু কিছুদিন যাওয়ার পর তিনি কোন বিচার না পাওয়ায় তিনি ফের লতা নাথের দ্বারস্থ হন। তখন লতা নাথ তাকে মহিলা থানায় মামলা দায়ের করার জন্য বলেন। যথারীতি তিনি মহিলা থানায় মামলা দায়ের করেন। তাতেও তিনি কোন বিচার পান নি। পরবর্তী সময় তিনি এলাকার লোকজনদের কাছ থেকে জানতে পারেন লতা নাথ ও তার সাঙ্গপাঙ্গরা অভিযুক্তদের কাছ থেকে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করে নিজেরা খেয়ে নিয়েছে সেই টাকা। এই বিষয়ে জানার পর তিনি পুনঃরায় লতা নাথের দ্বারস্থ হন এবং ন্যায় বিচারের দাবি জানান। তারপর লতা নাথ ওনাদের উপর ক্ষেপে যান। লতা নাথ ওনাদের পিছনে পুলিশ লেলিয়ে দেন।
অভিযোগ তুলেন গত কয়েকদিন আগে সেই ছাত্রীর বাবা এলাকায় মাছ চুরি করেছে। তারপর ছাত্রীর বাবার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। পুলিশ গত তিনদিন ধরে অভিযুক্ত ব্যক্তির বাড়িতে এসে কোন ধরনের তথ্য না পেয়ে শুক্রবার বাড়ির তল্লাশি চালায়। কিন্তু হাসির ঘটনা হলো মাছ পেটে নাকি ঘরে সেটা বের করতে পারলো না কাউন্সিলরের পুলিশ। কাউন্সিলর নির্দেশ মতে পুলিশ তল্লাশি করে গেলেন, তারপর সন্ধ্যার নাগাদ অভিযুক্ত ব্যক্তির মেয়ে তথা ছাত্রী যখন বাড়ি ফিরছিল তখন এলাকার উজ্জ্বল চৌহান, তারা চোহান, সুরজনী নন্দী, সোমা মন্ডল, সোমা আচার্যী, নমিতা নট্টকে নিয়ে পথ আটকায় সুশাসন জামানার কাউন্সিলর। তারপর ছাত্রীকে রাস্তায় ফেলে মারধর করে। এবং গলায় পাড়া দিয়ে বিষ খাইয়ে দেয় অভিযুক্ত কাউন্সিলর লতা নাথ। তারপর স্থানীয়রা ছাত্রী সোনাইয়ের চিৎকার শুনে ঘটনাস্থলে ছুটে আসে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ছাত্রীর পরিবার। তারপর তাকে উদ্ধার করে নিয়ে আসা হয় জিবি হাসপাতালে। বর্তমানে জিবি হাসপাতালে চিকিৎসাধীন আহত ছাত্রী। শনিবার সংবাদ মাধ্যমে মুখোমুখি হয়ে এ বিষয়ে অভিযোগ করেছেন আহত ছাত্রী এবং তার মা। তাদের আরো বক্তব্য এলাকায় যেকোনো সমস্যার সমাধান করতে গেলে কাউন্সিলর লতা নাথকে আগে মদের বোতল এবং ঘোষ পাঠাতে হয়। দীলিপ চৌহানের পরিবারের একটি মামলা ছিল। সে মামলা গত কয়েক মাস আগে ৬০ হাজার টাকা দিয়ে কাউন্সিলের মাধ্যমে তুলেছে কিছু দুষ্কৃতী। এলাকায় এক প্রকার ভাবে নৈরাজ্য সৃষ্টি করে রেখেছে অভিযুক্ত কাউন্সিলর। তার কথা মতো পুলিশ উঠে বসে। এলাকায় কোন ঘটনা সংঘটিত হলে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে আসে না। কাউন্সিলরের কাছ থেকে নির্দেশ পেলে পুলিশ এলাকায় আসে। এ ধরনের নৈরাজ্যের বিরুদ্ধে মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছেন ছাত্রীর মা।