স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৪ আগস্ট : প্রয়াত হিরো ইন্দ্রজিতের পরিবারের পাশে দাঁড়ালেন এলাকার বিধায়ক সুদীপ রায় বর্মন। শনিবার দুপুরে প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা ও দলের কর্মীদের নিয়ে ইন্দ্রজিতের পরিবারের সাথে দেখা করতে যান তিনি। ঘটনা সম্পর্কে অবগত হয়ে শোক জ্ঞাপন করেন। পরিবার পরিজনদের প্রতি সমবেদনা জানান বিধায়ক সহ কংগ্রেসের প্রতিনিধি দলটি।
প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে কিছু আর্থিক সহযোগিতা করা হয়। আগামী দিন পরিবারের পাশে থাকবেন বলে আশ্বস্ত করেন সুদীপ রায় বর্মন। উল্লেখ্য, গত বৃহস্পতিবার সকাল ১১ টার নাগাদ ইন্দ্রনগর এলাকায় যখন বন্যার জলস্তর বৃদ্ধি পায় তখন দু-তিনজন বন্ধুকে নিয়ে বাড়ির পার্শ্ববর্তী মানুষকে উদ্ধার করতে নেমেছিল চিরঞ্জিত। একজন মহিলা ও শিশুকে যখন সে বাঁশের ভেলায় তুলে উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে আসছিল তখন বাঁশের ভেলা উল্টে যায়। তখন সকলে জলে পড়ে যায়।
সে সময় সেই মহিলা ও শিশু দুজন নিরাপদ স্থানে উঠে আসতে পারলেও চিরঞ্জিত তলিয়ে যায় বুক সমান জলে। সাথে সাথে প্রত্যক্ষদর্শীরা তাকে উদ্ধারের জন্য চেষ্টা করলেও তাকে উদ্ধার করতে পারেনি। সাথে সাথে খবর দেওয়া হয় প্রশাসনিক কর্মীদের। তারপর প্রায় দীর্ঘ ৩ থেকে ৪ ঘন্টা পর প্রশাসনিক কর্মীরা ঘটনাস্থলে এসে উদ্ধারে নামে। কিন্তু উদ্ধার হয়নি চিরঞ্জিতের দেহ। তারপর জল কমে আসলে শুক্রবার দুপুরে জমিতে তা দেহ দেখতে পায় এলাকাবাসী। এলাকাবাসী নিয়ে আসে জিবি হাসপাতালে। চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।