স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৩ আগস্ট : বন্যার জলে ডুবে মৃত্যু আরও এক ব্যক্তির। মৃত ব্যক্তির নাম তপন নমঃ। ঘটনা বিশালগড় থানাধীন রামছড়া এলাকায়। জানা যায় বৃহস্পতিবার সন্ধ্যায় বাড়ির পাশে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হয়ে যায় তপন নমঃ।
তারপর পরিবারের পক্ষ থেকে জেলা শাসক, মহকুমা শাসক সকলকে ফোন করে ঘটনার বিষয়ে জানানো হয়। রাতের বেলায় স্থানীয় লোকজন তপন নমঃ -র খোঁজে তল্লাশি চালানো হয়। কিন্তু তপন নমর কোন হদিশ পাওয়া যায় নি। শুক্রবার দমকল কর্মীরা তপন নমর মৃতদেহ উদ্ধার করতে সক্ষম হয়। তারপর মৃতদেহ নিয়ে যাওয়া হয় বিশালগড় মহকুমা হাসপাতালে। ময়না তদন্তের পর মৃতদেহ তুলে দেওয়া হয় পরিবারের লোকজনদের হাতে।