স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৩ আগস্ট : শুক্রবার আগরতলা পুর নিগমের এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে আগরতলা পুর নিগমের মেয়র, ডেপুটি মেয়র, পুর নিগমের কমিশনার সহ সকল কর্পোরেটররা উপস্থিত ছিলেন। মূলত আগরতলা পুর নিগমের বন্যা পরিস্থিতি নিয়ে এইদিনের বৈঠকে আলোচনা হয়। বৈঠক শেষে সাংবাদিক সম্মেলনে মিলিত হন পুর নিগমের মেয়র দীপক মজুমদার। সাংবাদিক সম্মেলনে পুর নিগমের মেয়র দীপক মজুমদার জানান ২০ আগস্ট থেকে প্রবল বৃষ্টির ফলে আগরতলা শহরও জলমগ্ন হয়ে যায়।
আগরতলা শহরের জল নিষ্কাশনী ব্যবস্থা উন্নত হলেও প্রবল বৃষ্টির কারনে আগরতলা শহর জলমগ্ন হয়ে যায়। বৃহস্পতিবার রাতের মধ্যে অধিকাংশ রাস্তা ঘাট থেকে জল নেমে গেছে। আগরতলা শহরের চারটি জোনে ৭৫ টি ত্রান শিবির খোলা হয়েছে। মেয়র দীপক মজুমদার কোন জুনে কতগুলি ত্রান শিবির খোলা হয়েছে এবং সেই ত্রান শিবির গুলিতে কতগুলি পরিবার আশ্রয় নিয়েছে তার তথ্য তুলে ধরেন। পাশাপাশি তিনি জানান ত্রান শিবিরে আশ্রয় নেওয়া লোকজনদের জন্য রান্না করা খাবার, শিশুদের জন্য খাবার, শুকনো খাবারের ব্যবস্থা করা হয়েছে। এছাড়াও তাদের স্বাস্থ্যের কথা চিন্তা করে ত্রান শিবিরে স্বাস্থ্য শিবিরের ব্যবস্থা করা হয়েছে। ২৪ ঘণ্টার জন্য পুর নিগমের পক্ষ থেকে একটি হেল্প লাইন চালু করা হয়েছে। পাশাপাশি ৫ টি কন্ট্রোল রুম রাখা হয়েছে। কন্ট্রোল রুমের হেল্প লাইন নাম্বার গুলি সকলের সামনে তুলে ধরেন। গত দুদিন বিপদ সীমার উপর ছিল হাওড়া নদীর জলস্তর। যার কারনে আগরতলা শহরে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
বন্যা পরিস্থিতি মোকাবেলায় পুর নিগমের সকল কর্পোরেটর ও আধিকারিকরা কাজ করেছেন। তার জন্য তাদেরকে ধন্যবাদ জানান নিগমের মেয়র দীপক মজুমদার। বন্যা মোকাবেলায় মহকুমা প্রশাসন, জেলা প্রশাসন সহ বিভিন্ন আধিকারিকরা দিবারাত্রি কাজ করেছেন। বন্যা পরবর্তী পরিস্থিতি মোকাবেলা করার জন্য তিনি নিগম বাসীর সহযোগিতা কামনা করেন। একই সাথে তিনি জানান বন্যার কারনে বটতলা মহাশ্মশানের ইলেকট্রিক ও গ্যাসের চুল্লির কিছুটা ক্ষতি হয়েছে। আগামি ৭ দিনের মধ্যে সেই গুলি সারাই করা হবে। বিকল্প ব্যবস্থা হিসাবে আপাতত হাপানিয়াস্থিত শ্মশানে মৃতদেহ সৎকার করা হচ্ছে বলে জানান নিগমের মেয়র দীপক মজুমদার। বন্যা পরবর্তী পরিস্থিতিতে কোন ধরনের রোগ যেন না ছারায় তার জন্য শুক্রবার থেকে পুর নিগম কাজ শুরু করে দিয়েছে বলে জানান নিগমের মেয়র দীপক মজুমদার। সাংবাদিক সম্মেলনে নিগমের মেয়রের সাথে উপস্থিত ছিলেন নিগমের কমিশনার শৈলেশ কুমার যাদব সহ অন্যান্যরা।