স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৩ আগস্ট : উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর পুর পরিষদের চেয়ারম্যান প্রদ্যুত দে সরকারের বিরুদ্ধে আনিত অনাস্থা প্রস্তাব পাস হয়ে গেল বিশেষ বৈঠকে। ২০১৮ সালের ৬ সেপ্টেম্বর বাগবাসা ফাঁড়ি থানার পুলিশ ২ হাজার কেজি গাঁজা সহ একটি তেলের ট্যাঙ্কার আটক করে। সেই মামলায় ধর্মনগর পুর পরিষদের চেয়ারম্যান প্রদু্ৎ দে সরকারের নাম জড়িয়ে যায়।
তার পরিপ্রেক্ষিতে ধর্মনগর পুর পরিষদের ২১ জন কাউন্সিলার চেয়ারম্যান প্রদু্ৎ দে সরকারের বিরুদ্ধে লিখিত অনাস্থা প্রস্তাব আনেন। এই অনাস্থা প্রস্তাব নিয়ে বহু জল ঘোলা হয়। অবশেষে জেলা শাসকের নির্দেশে ধর্মনগর পুর পরিষদের মুখ্য কার্যনির্বাহী আধিকারিক তথা মহকুমা শাসক শ্যামজয় জমাতিয়ার উপস্থিততে শুক্রবার সকল কাউন্সিলরদের নিয়ে এক বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয় পুর পরিষদের কনফারেন্স হলে। সেই বৈঠকে অনাস্থা প্রস্তাবের উপর ভোটাভুটি হয়। অনাস্থা প্রস্তাবের পক্ষে সকলে স্বাক্ষর করেন বলে জানান পুর পরিষদের মুখ্য কার্যনির্বাহী আধিকারিক। তিনি জানান এইদিন বৈঠকে পুর পরিষদের চেয়ারম্যানের বিরুদ্ধে আনিত প্রস্তাবতি পাস হয়ে গেছে।
তার প্রতিলিপি প্রেরন করা হবে জেলা শাসকের নিকট। জেলা শাসক সেইটি গ্রহণ করলে পুর পরিষদের চেয়ারম্যানের পদটি শূন্য হয়ে যাবে। তারপর নতুন করে বিশেষ বৈঠক ডাকা হবে। সেই বৈঠকে কাউন্সিলাররা নতুন করে চেয়ারম্যান হিসাবে এক জনের নাম প্রস্তাব করবেন। সেই নাম নিয়ে ভোটাভুটি হবে। এইদিন ধর্মনগর পুর পরিষদের চেয়ারম্যানের বিরুদ্ধে আনিত প্রস্তাবতি বিশেষ বৈঠকে পাস হয়ে যাওয়ার পর কাউন্সিলাররা উত্তর জেলার জেলা শাসকের দ্বারস্থ হন। এবং দ্রুত নতুন করে চেয়ারম্যান নির্বাচনের প্রক্রিয়াটি সম্পন্ন করার আবেদন জানান। এখন দেখার ধর্মনগর পুর পরিষদের চেয়ারম্যান হিসাবে আগামিদিনে কে নির্বাচিত হন।