Monday, September 16, 2024
বাড়িরাজ্যপৃথক রাজ্যের দাবিতে দিল্লির যন্তর মন্তরে ধর্না আইপিএফটির

পৃথক রাজ্যের দাবিতে দিল্লির যন্তর মন্তরে ধর্না আইপিএফটির

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৩ আগস্ট : দিল্লির যন্তর মন্তরে গিয়ে প্রতি বছরের মত নাটক মঞ্চ তৈরি করে পৃথক রাজ্যের দাবি করলো সরকার শরিক আইপিএফটি। প্রতিবছর ২৩ আগস্ট স্টেট হুড ডিমান্ডকে সামনে রেখে আইপিএফটি যন্তর মন্তর অভিযান করে। এই অভিযান কেন্দ্র সরকারের কাছে গুরুত্ব না পাওয়ায় জনজাতিদের জন্য দলের অনেকটাই লোক দেখানো ছাড়া আর কিছু নয়।

তবে শুক্রবার গনা কয়েক কর্মী যন্তর মন্তরে ধর্নায় বসে কেন্দ্র সরকারের দৃষ্টি আকর্ষণ করেছে পৃথক রাজ্যের দাবি। আই পি এফ টি -র সভাপতি প্রেম কুমার রিয়াং এবং সাধারণ সম্পাদক স্বপন দেববর্মা জানান, প্রতিবছরের মতো তারা এ বছরও সরকারের উদ্দেশ্যে এই দাবি উত্থাপন করছে। সরকারে থাকুক আর নাইবা থাকুক যতক্ষণ পর্যন্ত তাদের দাবি পূরণ হবে না ততক্ষণ পর্যন্ত আন্দোলন চলবে। তারা এদিন দাবি করেন প্রায় দুই শতাধিক কর্মীকে নিয়ে তারা আন্দোলন করছে। সরকারের বক্তব্য এটা তাদের সাংবিধানিক দাবি। পূরণ না হওয়া পর্যন্ত তারা তাদের আন্দোলন করে যেতে পারে। এটা সম্পূর্ণ তাদের অধিকার। এমনটাই বললেন আইপিএফটি দলের সভাপতি।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য