আগরতলা, ২৩ আগস্ট: শুক্রবার আকাশ পথে গোমতী ও দক্ষিণ ত্রিপুরা জেলার বন্যাকবলিত এলাকা পরিদর্শন করলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা।
এদিন সকালে বন্যা কবলিত এলাকাগুলি পরিদর্শনের জন্য গোমতি জেলা এবং দক্ষিণ ত্রিপুরার উদ্দেশ্যে এমবিবি বিমানবন্দরে একটি MI-17 হেলিকপ্টারে চড়েন মুখ্যমন্ত্রী ডাঃ সাহা৷
সফরের সময় মুখ্যমন্ত্রী বলেছেন রাজ্য সরকার বন্যায় বিপন্ন মানুষের প্রয়োজনে সাহায্য ও সহায়তা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ রয়েছে। তিনি জানান, আজ আমি গোমতী জেলার উদয়পুরের বন্যা কবলিত এলাকা পরিদর্শন করেছি। যেখানে ভারী বৃষ্টিপাতে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বিশাল এলাকা জুড়ে প্লাবিত হয়েছে, অনেক মানুষ গৃহহীন হয়ে পড়েছেন এবং বিভিন্ন ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছেন।
এদিন মুখ্যমন্ত্রী ডাঃ সাহা উদয়পুরের খিলপাড়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ও খিলপাড়া মার্কেট শেডের অস্থায়ী ত্রাণ শিবির পরিদর্শন করেন। সেই সঙ্গে ত্রান শিবিরগুলিতে থাকা মানুষকে সাহস যোগান তিনি। পাশাপাশি শিবিরগুলির সার্বিক ব্যবস্থাপনা খতিয়ে দেখেন। প্রশাসনের আধিকারিকদেরও প্রয়োজনীয় নির্দেশ দেন মুখ্যমন্ত্রী।