স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৩ আগস্ট : রাজ্যে বন্যা পরিস্থিতি কিছুটা উন্নতি হওয়ার সাথে সাথে শুরু হয়েছে বিদ্যুৎ ও পানীয় জলের দাবিতে সড়ক অবরোধ। যদিও এই সমস্যা মানুষের কোন নতুন নয়। গত কয়েক মাস ধরে মানুষের এই সমস্যা তীব্র আকার ধারণ করে আছে। পাহাড় সমতল সর্বত্রে এই সমস্যায় মানুষ জর্জরিত।
শুক্রবার সকাল থেকে বিদ্যুৎ ও পানীয় দলের দাবিতে ছৈলেংটা থেকে ছাউমনু যাওয়ার রাস্তা অবরোধ করে এলাকাবাসী। তাদের অভিযোগ গত কয়েকদিন ধরে এলাকায় নেই বিদ্যুৎ, নেই পানীয় জল। এলাকায় জাতি জনজাতি সহ বহু পরিবার রয়েছে। স্থানীয় জনপ্রতিনিধি কাছে বহুবার এ বিষয়ে অবগত করলেও তারা কর্ণপাত করছে না। বর্তমানে প্রশাসনও তাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছে না। এরই প্রতিবাদে তারা বিক্ষোভের শামিল হয়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ। পুলিশ আশ্বস্ত করলেও গ্রামবাসী অবরোধ প্রত্যাহার করেনি। শেষ পর্যন্ত ঘটনাস্থলে আসতে বাধ্য করে এমডিসি হংসকুমার ত্রিপুরাকে। তিনি এসে আশ্বস্ত করার পর আন্দোলন প্রত্যাহার করা হয়। দীর্ঘক্ষণ পথ অবরোধের ফলে রাস্তার দুপাশে যানবাহন আটকে পড়ে।