Tuesday, September 10, 2024
বাড়িরাজ্যগোমতি নদীর জল বিপদসীমা অতিক্রম করেছে, নিরাপদে আশ্রয় নেওয়ার আহবান মুখ্যমন্ত্রীর

গোমতি নদীর জল বিপদসীমা অতিক্রম করেছে, নিরাপদে আশ্রয় নেওয়ার আহবান মুখ্যমন্ত্রীর

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২১ আগস্ট : গোমতি নদীর জল বর্তমানে বিপদ সীমার উপর দিয়ে বইছে। সামাজিক মাধ্যমে পোস্ট করে মুখ্যমন্ত্রী উদ্বেগ প্রকাশ করে জানিয়েছেন এই বিষয়ে। মুখ্যমন্ত্রী আহ্বান জানিয়েছেন যারা গোমতি নদীর আশপাশ এলাকায় রয়েছে তাদের উদ্ধারের জন্য অক্লান্ত পরিশ্রম করে চলেছে প্রশাসনিক কর্মীরা।

 তাদের সহযোগিতা করার জন্য। এবং যারা নিরাপদ স্থানে এখনো যায়নি তারা অবিলম্বে যাতে নিরাপদ স্থানে গিয়ে আশ্রয় গ্রহণ করেন। তবে নদীর জল ক্রমশ ভয়াবহ রূপ ধারণ করছে। তা নিয়ে কোন প্রকার অনিশ্চয়তা নেই। প্রশাসনের পক্ষ থেকে পরিস্থিতি মোকাবেলা করার জন্য সব ধরনের ব্যবস্থা রাখা হয়েছে।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য