Tuesday, January 14, 2025
বাড়িরাজ্যরাস্তা ও ড্রেনের জন্য পথ অবরোধ করে মন্ত্রীর গাড়ি আটকে দিল আমজনতা

রাস্তা ও ড্রেনের জন্য পথ অবরোধ করে মন্ত্রীর গাড়ি আটকে দিল আমজনতা

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২১ আগস্ট : ভোট আস ভোট যায়, কিন্তু আগরতলা পুর নিগমের ৪ নং ওয়ার্ডের অন্তর্ভুক্ত ভালুকিয়াটিল্লা এলাকার রাস্তাঘাট, ড্রেন সংস্কার হয় না। বুধবার অতি বৃষ্টিতে মানুষের বাড়ি ঘরে জল প্রবেশ করে গোটা এলাকা প্লাবিত হয়ে যায়। তারপরই প্রতিবাদে রাস্তায় নামে এলাকা বাসী। সে সময় রাস্তা দিয়ে আসেন মন্ত্রী অনিমেষ দেববর্মা। এসি গাড়ি দিয়ে ঘোরা মন্ত্রী অনিমেষ দেববর্মার গাড়ি আটকে বিক্ষোভ শুরু করে এলাকার মহিলারা।

কেন রাস্তা এবং এলাকার ড্রেন সংস্কার হয় না, এর জবাব চায় মন্ত্রী অনিমেষ দেববর্মার কাছে। তখন মন্ত্রীর ছেড়ে দে মা কেঁদে বাঁচি অবস্থা। তারপর কোন মতে মানুষকে আশ্বাস দিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে বাঁচেন মন্ত্রী। এলাকার মহিলাদের অভিযোগ, বহু বছর ধরে রাস্তা এবং ড্রেনের অবস্থা বেহাল। যখন মন্ত্রী বিধায়ক এবং কাউন্সিলর এলাকায় ভোট চাইতে আসেন তখন তাদের কাছে রাস্তার সংস্কার করার জন্য এবং ড্রেন নির্মাণ করার জন্য দাবি জানানো হয়। কিন্তু তারা আশ্বাস দিলেও ভোটে জয়ী হয়ে তারা এলাকায় পা রাখে না। আর রাস্তা ও ড্রেন নির্মাণ করবে সেটা তো চিন্তার বাইরে। যার কারণে প্রতিবছর বর্ষার মরশুমে বাড়ি বাড়ি জল প্রবেশ করে গোটা এলাকার প্লাবিত হয়ে যায়। মানুষকে আশ্রয় নিতে হয় নিরাপদ স্থানে। কেউ কেউ বাড়ি ঘর ফেলে আশ্রমে এলাকার হিন্দু স্কুলে। বিশেষ করে রাস্তার অবস্থা এতটাই বেহাল যে একজন রোগীকে পর্যন্ত হাসপাতাল নিতে আসতে পারেনা অ্যাম্বুলেন্স, একইভাবে এলাকায় কোন ধরনের অগ্নিসংযোগের ঘটনা সংঘটিত হলে প্রবেশ করতে পারে না দমকল কর্মীরা। এ অবস্থায় মানুষের দৈনন্দিন কাজকর্ম তো দূরের কথা আপৎকালীন অবস্থাতে পর্যন্ত জীবন বাঁচানো কঠিন হয়ে পড়ছে। এরই প্রতিবাদে এলাকার মহিলারা রাস্তা অবরোধ করে মন্ত্রীর কাছে জবাব খুঁজেছে। কিন্তু মানুষ এতটাই ক্ষুব্ধ অবস্থায় ছিলেন যে কাউকে ছেড়ে কথা বলে নি। কারণ মানুষ অতিষ্ঠ হয়ে গেছে রাস্তা এবং ড্রেনের জন্য। মানুষের কাছ থেকে অভিযোগ কাগজে লিখে পর্যন্ত লোক দেখানো নাটক পর্যন্ত করেছে বলে তাদের অভিযোগ। এখন দেখার বিষয় কবে রাস্তা সংস্কার এবং ড্রেন নির্মাণ করা হয় এলাকায়।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য