Thursday, January 23, 2025
বাড়িরাজ্যমনোনয়নপত্র দাখিল করলেন বিজেপি প্রার্থী রাজীব ভট্টাচার্য

মনোনয়নপত্র দাখিল করলেন বিজেপি প্রার্থী রাজীব ভট্টাচার্য

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২১ আগস্ট : রাজ্য সভায় ত্রিপুরা রাজ্যের এক মাত্র শূন্য আসনের উপনির্বাচনের জন্য মনোনয়ন পত্র জমা দিলেন বিজেপি প্রার্থী প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য। বুধবার তিনি প্রথমে বিধানসভায় গিয়ে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহার সাথে সাক্ষাৎ করেন। উত্তরীয় পড়িয়ে দিয়ে মুখ্যমন্ত্রীকে সংবর্ধনা প্রদান করেন। তারপর মুখ্যমন্ত্রী সহ রাজিব ভট্টাচার্য যান এআরও-র কক্ষে। সেখানে গিয়ে এআরও-র হাতে মনোনয়ন পত্র তুলে দেন।

 মনোনয়ন পত্র জমা দেওয়ার পর রাজিব ভট্টাচার্য সাংবাদিকদের মুখোমুখি হয়ে ওনাকে রাজ্য সভায় ত্রিপুরা রাজ্যের একমাত্র শূন্য আসনে প্রার্থী করার জন্য বিজেপির সর্বভারতীয় সভাপতি, প্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানান। পাশাপাশি তিনি জানান সকলের আশীর্বাদ নিয়ে তিনি ত্রিপুরা রাজ্যের উন্নয়নকে আরও ত্বরান্বিত করার জন্য কাজ করবেন। তিনি বিধানসভার সকল সদস্য সদস্যাদের নিকট আহ্বান জানান ওনাকে সহযোগিতা করার জন্য। অপরদিকে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা বলেন বিজেপির সাথে তিপ্রা মথা ও আইপিএফটি রয়েছে।

সকলে মিলে রাজ্য সভার একমাত্র শূন্য আসনে বিজেপির পক্ষ থেকে প্রদেশ বিজেপি সভাপতি রাজিব ভট্টাচার্যকে প্রার্থী করা হয়েছে। প্রদেশ বিজেপি সভাপতি হিসাবে রাজিব ভট্টাচার্য যে ভাবে কৃতিত্বের সাথে কাজ করেছেন, অনুরুপ ভাবে আগামিদিনেও সাংসদ হিসাবে রাজ্যের জন্য তিনি কাজ করবেন বলে আশা ব্যক্ত করেন মুখ্যমন্ত্রী। এইদিন মনোনয়ন পত্র জমা দেওয়ার সময় রাজিব ভট্টাচার্য-র সাথে মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন বিজেপি দলের সকল মন্ত্রী, বিধায়ক, তিপ্রা মথা দলের প্রতিনিধি হিসাবে উপস্থিত ছিলেন মন্ত্রী অনিমেষ দেববর্মা সহ অন্যান্যরা। রাজ্য সভার নির্বাচনে যেহেতু বিধায়করা ভোটার , সেই নিরিখে বলা চলে রাজ্য সভায় ত্রিপুরা রাজ্যের একমাত্র শূন্য আসনে বিজেপি প্রার্থী রজীব ভট্টাচার্যর জয় শুধু সময়ের অপেক্ষা।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য