স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২০ আগস্ট : নয় বনমালীপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক গোপাল রায়কে প্রাননাশের এবং বাড়িঘর জ্বালিয়ে দেওয়ার হুমকি দিল শাসকদলের দুর্বৃত্তরা। মঙ্গলবার নিজ বাসভবনে সাংবাদিক সম্মেলন করে এই অভিযোগ তুলেছেন বিধায়ক নিজে। তিনি বলেন, মঙ্গলবার অর্থাৎ ২০ আগস্ট রাজীব গান্ধীর জন্মজয়ন্তী উপলক্ষে আশ্রম চৌমহনী এলাকায় গিয়ে জানতে পারেন তাঁর বিধানসভা এলাকার বিভিন্ন জায়গা প্লাবিত।
তারপর তিনি সাথে সাথে বলদা খাল, চন্দ্রপুর, প্রফেসর পাড়া সহ বিভিন্ন এলাকায় গিয়ে অসহায় মানুষদের বাড়ি ঘর থেকে শরণার্থী শিবিরে আনার জন্য প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করেন। তারপর সেখান থেকে ফেরার পথে যোগেন্দ্রনগর কলেজ রোড এলাকায় আসতেই শাসকদলের কিছু বাইক বাহিনী বিধায়ক সহ ব্লক সভাপতি এবং প্রদেশ কংগ্রেসের কার্যকারী সভাপতি রাস্তা রুখে দাঁড়ায়। তারপর অশ্লীল ভাষায় গালিগালাজ করে। এবং প্রাননাশের হুমকি দিয়ে বলেন তিনি যাতে এলাকা থেকে চলে যায়। নাহলে তার বাড়িঘর পর্যন্ত পুড়িয়ে দেওয়া হবে। তারপর তিনি সেখান থেকে ফিরে এসে পূর্ব আগরতলা থানায় একটি মামলা রুজু করেন। মামলায় টেনে নয়া সংহিতা আইন অনুযায়ী নির্দিষ্ট ধারাও উল্লেখ করে দেন। আগামী ২৪ ঘণ্টার মধ্যে অভিযুক্তদের গ্রেপ্তার করা জন্য দাবি জানিয়েছেন।
মূলত তিন অভিযুক্ত হলো সৌরভ ভট্টাচার্যী, বাড়ি কলেজ টিলা, রামু দাস, বাড়ি টাউন প্রতাপগড় এবং নারায়ণ সাহা, বাড়ি রামঠাকুর রোড এলাকায়। এবং এই বিষয়টি মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা, রাজ্য পুলিশের মহা নির্দেশক অমিতাভ রঞ্জন এবং জেলা পুলিশ সুপার কিরণ কুমার কে জানানো হয়েছে। ২৪ ঘণ্টার মধ্যে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ না করলে বিষয়টি সর্বভারতীয় কংগ্রেসের নজরে আনবে এবং পরবর্তী পদক্ষেপ গ্রহণ করার পাশাপাশি বিধানসভায় অনশনে বসবে। কাউকে ছাড়বেন না বলে জানান বিধায়ক। আরো বলেন তিনি বনমালীপুর এলাকার চারবারের বিধায়ক। বামফ্রন্ট সরকারের আমলেও এ ধরনের ঘটনা সংঘটিত হয়নি তাঁর সাথে। তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে অত্যন্ত চিন্তা প্রকাশ করেছেন। তিনি বলেন হিটলারকে শেষ পর্যন্ত আত্মহত্যা করতে হয়েছে। নরেন্দ্র মোদির শেষ পর্যন্ত কি হবে সেটা তিনি জানেন না।