স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২০ আগস্ট : বহু জল্পনার অবসান ঘটিয়ে রাজ্য সভায় ত্রিপুরা রাজ্যের একমাত্র শূন্য আসনের জন্য প্রার্থী ঘোষণা করল বিজেপি। মঙ্গলবার বিজেপির রাষ্ট্রীয় মহাসচিব অরুন সিং স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে রাজ্য সভার শূন্য আসনের জন্য প্রার্থীর নাম ঘোষণা করা হয়। রাজ্য সভায় ত্রিপুরা রাজ্যের একমাত্র শূন্য আসনে বিজেপি প্রার্থী করল প্রদেশ বিজেপির সভাপতি রাজিব ভট্টাচার্যকে। মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা এবং প্রদেশ বিজেপির পক্ষ থেকে শুভেচ্ছা জানানো হয়েছে রাজীব ভট্টাচার্যীকে। তিনি ভারতীয় জনতা পার্টির হয়ে আসন্ন রাজ্যসভায় ভোটে লড়াই করবেন।
রাজীব ভট্টাচার্যী ২০২৩ বিধানসভা নির্বাচনে বনমালীপুর বিধানসভা কেন্দ্র থেকে লড়াই করেছিলেন। কিন্তু কংগ্রেস প্রার্থী গোপাল রায়ের কাছে পরাজিত হন। এবার তিনি জনগণের ভোটের নয়, বিধায়কদের ভোটে লড়াই করার সুযোগ পেয়েছেন। ত্রিপুরার পাশাপাশি এদিন আসাম, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, বিহার, হরিয়ানা, রাজস্থান, তেলেঙ্গানা এবং উড়িষ্যার বিজেপি প্রার্থীদের নাম ঘোষণা করা হয়। নির্বাচন হবে আগামী ৩ সেপ্টেম্বর। ভোটগ্রহণ শুরু হবে সকাল ৯ টা থেকে। চলবে বিকাল চারটা পর্যন্ত।
গণনা এদিনই বিকাল পাঁচটা থেকে শুরু হবে। ফলাফল এই দিনেই ঘোষণা করা হবে। মনোনয়ন দাখিল করার শেষ দিন ২১ আগস্ট। স্ক্রুটিনি হবে ২২ আগস্ট। ৩ সেপ্টেম্বর ভোট গ্রহণ এবং ফলাফল ঘোষণার পর ৬ সেপ্টেম্বর নির্বাচনী প্রক্রিয়া সমাপ্ত হবে। ত্রিপুরার একটিমাত্র আসনের জন্য লড়াই করবে শাসন ও বিরোধী রাজনৈতিক দল। তবে পাল্লা ভারী শাসকদের দিকেই। উল্লেখ্য, সাংসদ বিপ্লব কুমার দেব রাজ্য সভার সাংসদ পদ থেকে পদত্যাগ করার পর রাজ্য সভায় রাজ্যের একমাত্র আসনটি শূন্য হয়ে যায়। তারপর থেকে জল্পনা চলছিল কে হবেন রাজ্য সভায় ত্রিপুরার একমাত্র আসনে প্রার্থী। অবশেষে সকল জল্পনার অবসান ঘটিয়ে মঙ্গলবার রাজ্য সভায় ত্রিপুরা রাজ্যের একমাত্র শূন্য আসনের জন্য বিজেপি প্রার্থী হিসাবে রাজিব ভট্টাচার্য-র নাম ঘোষণা করল।