Saturday, January 18, 2025
বাড়িরাজ্যআর জি করের ঘটনার প্রতিবাদ হেলথ অফিসার সহ বিভিন্ন সংগঠনের প্রতিবাদ কর্মসূচি...

আর জি করের ঘটনার প্রতিবাদ হেলথ অফিসার সহ বিভিন্ন সংগঠনের প্রতিবাদ কর্মসূচি শহরে

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৯ আগস্ট : আর জি করের ঘটনার প্রতিবাদে গোটা দেশের সাথে ত্রিপুরাতে বিক্ষোভ মিছিল সংগঠিত হচ্ছে। সোমবার অল ত্রিপুরা কমিউনিটি হেলথ অফিসার অর্গানাইজেশনের পক্ষ থেকে এক বিক্ষোভ মিছিল সংগঠিত করা হয় আগরতলা শহরে। এই বিক্ষোভ মিছিল থেকে নারীদের সুরক্ষার দাবি জানানো হয়। গোটা দেশে নারীরা যাতে সুরক্ষিত থাকতে পারে তার জন্য ব্যবস্থা গ্রহণ করতে সরকারের উদ্দেশ্যে দাবি জানান।

একইভাবে আরজি করের নরকীয় ঘটনা দোষীর যাতে শাস্তি হয় এর দাবিও করেছেন। রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। অপরদিকে এ আই ডি ওয়াই, অল ইন্ডিয়া এম এস এস এবং এ আই ডি এস ও পক্ষ থেকে রাজধানীর বটতলা এলাকায় এক বিক্ষোভ কর্মসূচি সংঘটিত করা হয়। এই বিক্ষোভ কর্মসূচিতে দাবি জানানো হয়, শুধু আর জি করের ঘটনা নয়, গোটা দেশে নারী নির্যাতনের ঘটনা বন্ধ করতে ব্যবস্থা গ্রহণ করার জন্য। পাশাপাশি মাদকদ্রব্যের ব্যবহার বন্ধ করার দাবি জানানো হয়। দল-মত নির্বিশেষে নারী নির্যাতনের ঘটনায় জড়িত দোষীদের শাস্তি দেওয়ার জন্য এগিয়ে আসা দরকার বলে জানান সংগঠনের রাজ্য সম্পাদক রামপ্রসাদ আচার্য।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য