স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৯ আগস্ট : প্রদেশ বিজেপি কার্যালয়ে যথাযোগ্য মর্যাদার সহিত পালন করা হয় মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুরের ১১৬ তম জন্ম জয়ন্তী। উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা, প্রদেশ বিজেপি সভাপতি রাজিব ভট্টাচার্য, প্রদেশ বিজেপির সহসভাপতি সুবল ভৌমিক সহ অন্যান্যরা। উপস্থিত সকলে মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুরের প্রতিকৃতিতে ফুল দিয়ে ওনার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
পরে এক সাক্ষাৎকারে প্রদেশ বিজেপি সভাপতি রাজিব ভট্টাচার্য বলেন মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুর ছিলেন আধুনিক ত্রিপুরার রুপকার। তিনি সর্বক্ষেত্রে মানুষের উন্নয়নের জন্য কাজ করেছেন। এইদিন বিজেপির প্রতিটি কার্যালয়ে মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুরের জন্মদিনটি পালন করা হয়েছে। মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুরের চিন্তা ধারাকে সকলের কাছে পৌঁছে দেওয়া বিজেপির মূল লক্ষ্য। অপরদিকে প্রদেশ কংগ্রেস ভবনেও মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুরের ১১৬ তম জন্ম জয়ন্তী পালন করা হয়।
উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা সহ কংগ্রেসের কর্মী সমর্থকরা। উপস্থিত সকলে মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুরের প্রতিকৃতিতে ফুল দিয়ে ওনার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। পরে এক সাক্ষাৎকারে প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা জানান মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুরের রাজত্বকালে যে সকল কাজ হয়েছে সেই কাজের জন্য মানুষ এখনো মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুরকে মনে রেখেছে। মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুরের রাজত্বকাল বর্তমানেও প্রাসঙ্গিক।