Monday, September 16, 2024
বাড়িরাজ্যচিত্র প্রদর্শনীর উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী

চিত্র প্রদর্শনীর উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৯ আগস্ট : ১৯ আগস্ট ‘ওয়ার্ল্ড ফটোগ্রাফি ডে’। এই উপলক্ষে ত্রিপুরা ফটো জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের উদ্যোগে রবীন্দ্র শতবার্ষিকী ভবনে তিন দিন ব্যাপী চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। এই বছরের থিম হচ্ছে অকালবোধন। সোমবার ফিতা কেটে চিত্র প্রদর্শনীর উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। সাথে ছিলেন বিধায়ক রামপদ জমাতিয়া, আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার সহ অন্যান্যরা।

চিত্র প্রদর্শনী চলবে ২১ আগস্ট পর্যন্ত। এইদিন চিত্র প্রদর্শনীর উদ্বোধন করে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা সহ অন্যান্য অতিথিরা চিত্র প্রদর্শনী ঘুরে দেখেন। পরে এক সাক্ষাৎকারে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা জানান ত্রিপুরা ফটো জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত চিত্র প্রদর্শনী প্রশংসার দাবি রাখে। মুখ্যমন্ত্রী এইদিন সকল চিত্র সাংবাদিকদের ওয়ার্ল্ড ফটোগ্রাফি ডে উপলক্ষ্যে শুভেচ্ছা জানান।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য