স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৯ আগস্ট : মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুরকে তাঁর জন্মবার্ষিকীতে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ত্রিপুরার উন্নয়নে তিনি অদম্য ভূমিকা রেখেছিলেন মহারাজা। পিছিয়ে পড়া গরীব অংশের মানুষের ক্ষমতায়নের জন্য তাঁর জীবন উৎসর্গ করেছিলেন।
আদিবাসী সম্প্রদায়ের জন্য তার কল্যাণমূলক কাজকর্ম ব্যাপকভাবে সম্মানিত বলে জানান প্রধানমন্ত্রী। সামাজিক মাধ্যম এক্স হেন্ডেলে প্রধানমন্ত্রী আরও জানান, বর্তমান সরকার ত্রিপুরার অগ্রগতির জন্য তাঁর দৃষ্টিভঙ্গি পূরণ করতে প্রতিশ্রুতিবদ্ধ। এবং সেই বিষয় রাজ্যকে এগিয়ে নিয়ে যাচ্ছে বলে জানান প্রধানমন্ত্রী।