স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৮ আগস্ট : এখনো রক্তের কোন বিকল্প সৃষ্টি হয়নি। মানুষকে রক্ত দিয়েই মানুষকে বাঁচাতে হয়। নেগেটিভ গ্রুপের রক্ত সহজে পাওয়া যায় না। রক্তের চাহিদা ও জোগানের মধ্যে সামঞ্জস্য রক্ষা করার জন্য রক্তদানের একটা ক্যালেন্ডার তৈরি করা হয়েছে। রবিবার কৃষ্ণনগর বয়েজ ক্লাবের উদ্যোগে আয়োজিত রক্তদান শিবিরের উদ্বোধন করে এই কথা বলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। এদিন প্রদীপ প্রজ্জ্বলন করে বিজয় কুমার বালিকা বিদ্যালয়ে আয়োজিত রক্তদান শিবিরের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা।
রক্তদান শিবির ঘুরে দেখে রক্তদাতাদের অভিনন্দন জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তাদের এই প্রশংসনীয় উদ্যোগের জন্য মুখ্যমন্ত্রী জানান। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন রক্তের কোন বিকল্প নেই। বিভিন্ন দান রয়েছে, কিন্তু রক্তদান সবকিছুর উপরে। নিয়মিত রক্তদান করলে ১৮ বছর বয়স থেকে ৬০ থেকে ৬৫ বছর বয়স পর্যন্ত রক্তদান করা যায়। রক্তদানে কোন ধরনের ক্ষতি নেই।
রক্তদানের বিষয়ে মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করতে হবে। মানব দেহে ৮ ধরনের রক্ত রয়েছে। নেগেটিভ গ্রুপের রক্ত সহজে পাওয়া যায় না। রক্তদানকে ইভেন্ট মনে করলে হবে না। রক্তদান একটা আন্দোলন। রক্তদানের ক্ষেত্রে ত্রিপুরা রাজ্যে একটা জাগরণের সৃষ্টি হয়েছে। মানুষ রক্তদানে এগিয়ে আসছে। রক্তের চাহিদা ও যোগানের মধ্যে সামঞ্জস্য রক্ষা করার জন্য রক্তদানের একটা ক্যালেন্ডার তৈরি করা হয়েছে। রক্তদান শিবিরের উদ্বোধনি অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা ছাড়াও উপস্থিত ছিলেন পুর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার সহ অন্যান্যরা।