Wednesday, January 22, 2025
বাড়িরাজ্যবড়জলা এলাকায় দুর্ঘটনার পর প্রতিবাদে রাস্তা অবরোধ করলো এলাকাবাসী

বড়জলা এলাকায় দুর্ঘটনার পর প্রতিবাদে রাস্তা অবরোধ করলো এলাকাবাসী

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৮ আগস্ট : রাজধানীর বড়জলা এলাকায় স্কুল বাস এবং আগরতলা পুর নিগমের নম্বরবিহীন গাড়ির দৌরাত্ম্যে অতিষ্ঠ মানুষ। এবার দুর্ঘটনার পর রাজধানীর বড়জলা মোহন ক্লাব সংলগ্ন এলাকায় সড়ক অবরোধ করে এলাকাবাসীর। ঘটনাস্থলে এসে নিজেদের দুর্বলতা স্বীকার করলেন পুর নিগমের এক আধিকারিক। তোয়াক্কা করা হচ্ছে না প্রশাসনিক নিয়মকানুন, এমনটাই স্পষ্ট হল নিগমের আধিকারিকের কথায়। ঘটনার বিবরণে জানা যায়, রাজধানীর ৭৯ টিলা এলাকার বাসিন্দা অভিজিৎ দাস নামে এক ব্যক্তি শনিবার রাতে বড়জলা স্থিত শশুর বাড়িতে পারিবারিক অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য যান।

রবিবার সকালে তিনি শ্বশুর বাড়ি থেকে বাইক নিয়ে নিজ বাড়ির উদ্দেশ্যে রওয়ানা হয়। বড়জলা মোহন ক্লাব সংলগ্ন এলাকায় আসার পর আগরতলা পুর নিগমের বর্জ্য বহনকারী নাম্বার বিহীন একটি গাড়ি অভিজিৎ দাসের বাইকে সজোরে ধাক্কা মেরে পালিয়ে যায়। এতে বাইক থেকে ছিটকে পরে গুরুতর ভাবে আহত হন অভিজিৎ দাস। অভিজিৎ দাসের একটি পা ভেঙ্গে যায়। স্থানীয়রা ঘটনা প্রত্যক্ষ করে গুরুতর ভাবে আহত অভিজিৎ দাসকে উদ্ধার করে জিবি হাসপাতালে নিয়ে যায়। স্থানীয় এক ব্যক্তি জানান বিকট শব্দ শুনতে পেয়ে তিনি বাড়ি থেকে বেরিয়ে এসে দেখতে পান বাইক চালক অভিজিৎ দাস রস্তায় পরে রয়েছে। পুর নিগমের বর্জ্য বহনকারি একটি তিন চাকার গাড়ি ঘটনাস্থলে থেকে পালিয়ে যাচ্ছে। গাড়ির চালককে গাড়ি দাড় করানোর জন্য বললে সে গাড়ি নিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। বাইক চালক অভিজিৎ দাসের মাথায় থাকা হেলমেটটি ঐ গাড়িতে আটকে যায়।

গাড়িটি কিছু দূর যাওয়ার পর গাড়ির চালক হেলমেটটি ফেলে দিয়ে যান। আহত অভিজিৎ দাসের ছোট ভাই জানান অভিজিৎ দাসের শারীরিক অবস্থা খুবই খারাপ। অভিজিৎ দাসের একটি পা কেটে ফেলতে হবে। এই ঘটনার পর এলাকার লোকজন বড়জলা এলাকায় সড়ক অবরোধে সামিল হন। এলাকাবাসিদের অভিযোগ প্রায় সময় পুর নিগমের বর্জ্য বহনকারি গাড়ি গুলি দ্রুত গতিতে চলাচল করে। গাড়ির গুলির নাম্বার প্লেট নেই। এমনকি গাড়ি গুলির কোন কাগজপত্র ঠিক নেই। তাই এলাকাবাসিদের দাবি এই গাড়ি গুলির গতি বিধির উপর লাগাম টানা হোক। এইদিকে সড়ক অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ ও পুর নিগম এলাকার বর্জ্য পরিবহনকারি গাড়ি গুলি দেখা শুনার দায়িত্বে থাকা এক আধিকারিক। এই আধিকারিক জানান পুর নিগমের পুরাতন গাড়ি গুলির নাম্বার প্লেট রয়েছে। কিছু গাড়ির নাম্বার প্লেট নেই। কারন এই গাড়ি গুলিকে বিএস-৪ থেকে বিএস-৬ –এ কনভার্ট করার ক্ষেত্রে কিছু সমস্যা হয়েছে। গাড়ি গুলির চেসিস নাম্বার দিয়ে রাস্তায় নামানো হয়েছে। এই বিষয়ে পরিবহন দপ্তর অবগত রয়েছে।

 তাই পরিবহন দপ্তর কিংবা পুলিস গাড়ি গুলিকে আটক করে না। তিনি আরও জানান যে গাড়িটি অভিজিৎ দাসের বাইকে ধাক্কা মেরেছে, সেই গাড়িটিকে শনাক্ত করা হয়েছে। গাড়ির চালকের নাম বাসুদেব রায়। তিনি আরও জানান গাড়ি গুলির নাম্বার প্লেট না থাকলেও গাড়ি গুলির ইন্সিওরেন্স রয়েছে। এইদিন দীর্ঘ সময় সড়ক অবরোধ চলার পর শেষ পর্যন্ত পুলিশের হস্তক্ষেপে সড়ক অবরোধ মুক্ত করে দেন এলাকাবাসিরা। এখন দেখার এলাকাবাসিদের দাবি মেনে বড়জলা এলাকা দিয়ে পুর নিগমের বর্জ্য বহনকারি গাড়ি গুলির চলাচলের ক্ষেত্রে গতি বিধির উপর লাগাম টানা হয় কিনা।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য