Tuesday, October 8, 2024
বাড়িরাজ্যছাত্র-ছাত্রীদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠান

ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠান

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৮ আগস্ট : ওয়াল্ড মিথেই কাউন্সিল ত্রিপুরা রাজ্য ইউনিটের পক্ষ থেকে রবিবার এক অনুষ্ঠানের মধ্য দিয়ে সমাজে নিজ নিজ ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য ৬ জন এবং ২৩ জন মনিপুরী কৃতি ছাত্র-ছাত্রীকে সংবর্ধনা প্রদান করা হয়।

 আগরতলা প্রেসক্লাবে অনুষ্ঠিত হয় এই অনুষ্ঠান। উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড মিথেই কাউন্সিলের ভাইস চেয়ারম্যান ডঃ কে এন চান্দ, ত্রিপুরা বিশ্ব বিদ্যালয়ের উপাচার্য ডঃ গাঙ্গা প্রসাদ প্রসেইন, সমাজসেবী মুতুম বিশ্বনাথ সিংহ সহ অন্যান্যরা। প্রদীপ প্রজ্জ্বলন করে এইদিনের অনুষ্ঠানের সুচনা করেন ত্রিপুরা বিশ্ব বিদ্যালয়ের উপাচার্য ডঃ গাঙ্গা প্রসাদ প্রসেইন। তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান এই ধরনের সংবর্ধনা প্রদান অনুষ্ঠানের আয়োজন করার মূল্য উদ্দেশ্য হল সমাজের প্রতিভাবান লোক ও মেধাবী ছাত্র-ছাত্রীদের উৎসাহ প্রদান করা।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য