Wednesday, September 11, 2024
বাড়িরাজ্যশপথ নিলেন ডঃ বিভাস কান্তি কিলিকদার

শপথ নিলেন ডঃ বিভাস কান্তি কিলিকদার

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৬ আগস্ট : রাজ্যের তৃতীয় লোকায়ুক্ত হিসেবে শপথ নিলেন ডঃ বিভাস কান্তি কিলিকদার। শুক্রবার বিকালে রাজভবনে রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি নাল্লু নতুন লোকায়ুক্তকে শপথ বাক্য পাঠ করান। শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা, মুখ্য সচিব জে.কে সিনহা, রাজ্য পুলিসের মহানির্দেশক অমিতাভ রঞ্জন সহ বিভিন্ন স্তরের আধিকারিকরা। অবসরপ্রাপ্ত বিচারক এবং একজন বিশিষ্ট শিক্ষাবিদ ডঃ বি.কে কিলিকদার।

তিনি লোকায়ুক্ত কে.এন ভট্টাচার্যের স্থলাভিষিক্ত হয়েছেন। শুক্রবার শপথ নিয়ে নতুন লোকায়ুক্ত বলেন  এটা এমন একটা প্রতিষ্ঠান, এইখানে একক ভাবে কিছু করা সম্ভব না। দুর্নীতির বিরুদ্ধে লড়াই। সেক্ষেত্রে সংবাদ মাধ্যমের সহযোগিতা প্রয়োজন। তিনি বলেন, মুখ্যমন্ত্রীও চাইছেন দুর্নীতিকে শুন্যের কোঠায় নিয়ে আসতে। দুর্নীতি সমাজের একটা বড় ব্যাধি। তার বিরুদ্ধে রুখে দাঁড়াতে হলে একক ভাবে সম্ভব নয়। তার জন্য সকলের সহযোগিতা প্রয়োজন।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য