Tuesday, December 3, 2024
বাড়িরাজ্যনেতাজি প্লে ফোরামের খুঁটিপুজা অনুষ্ঠিত

নেতাজি প্লে ফোরামের খুঁটিপুজা অনুষ্ঠিত

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৬ আগস্ট : ঢাকে কাঠি পড়ে গেছে, গ্রাম, শহর,নগর এখন সর্বত্রই যেন আগমনীর বার্তা। রাজধানী শহরের বনেদি ক্লাব গুলি ইতিমধ্যেই পুজোর প্যান্ডেল তৈরিতে হাত দিয়েছেন।  দুর্গা পুজোর উৎসব কাঠমো পূজা বা খুটি পূজা দিয়ে শুরু হয়, যে দিনটি উদযাপনের জন্য একটি প্রথাগত অনুষ্ঠান যখন প্রতিমা কারিগর ভাস্কর্যের প্রক্রিয়া শুরু করে। “খুটি” পুজা হল একটি অনুপ্রেরণা, একটি পাঠ, একটি শিক্ষক, একটি ধারণা, একটি চিন্তা যা আমাদের ইতিবাচক হতে, সমস্ত প্রতিকূলতা কাটিয়ে উঠতে, পুনর্জীবন লাভ করতে, কঠোর পরিশ্রম করতে এবং মা দুর্গাকে স্বাগত জানানোর প্রস্তুতি শুরু করতে প্রভাবিত করে ।

খুটি পূজা এসেছে বহু প্রাচীন ঐতিহ্য থেকে। রাজ্যে একের পর এক ভোটের আবহের মধ্যেই শহরের সমস্ত পুজো উদ্যোক্তারা প্রস্তুতি শুরু করে দিয়েছে ২০২৪ সালের দুর্গাপুজোর । শুক্রবার হয়ে গেল রাজধানীর আরেক বনেদি ক্লাব নেতাজি প্লে ফোরাম সেন্টারের খুটি পুজো। খুঁটি পূজা ও কাঠামখিলি অনুষ্ঠানকে কেন্দ্র করে ক্লাব সদস্য সদস্যা সহ এলাকার জনগণের মধ্যে বিপুল উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হয় এদিন । এদিনের অনুষ্ঠানে ক্লাবের সদস্যা সদস্য সহ এলাকার সকল অংশের লোকজন উপস্থিত ছিলেন।  ক্লাব কর্মকর্তারা জানান, এবছরের নেতাজি প্লে ফোরামের পুজোর থিম হচ্ছে  রূপ থেকে রূপান্তর। প্রায় ৪৫ লক্ষ টাকা খরচ করে এবারের পূজো অনুষ্ঠিত হবে জানালেন পূজা কমিটির সম্পাদক।এদিন তিনি বলেন, প্যান্ডল তৈরী করবেন নদিয়া থেকে আগত ভৌমিক ডেকোরেটর। প্রতিমা তৈরী করবেন রাজ্যের উদীয়মান মৃৎশিল্পী  শৈলেন দাস এবং আলোকসজ্জায় থাকবেন স্থানীয় শিল্পী। বিভিন্ন  ব্যাবহার্য্য বৈর্জ বা বলা যেতে পারে যেগুলিকে অপ্রয়োজনীয় বলে ফেলে দেওয়া হয়, যেমন বেলের খোশা, মাশরুমের নীচের অংশ, ব্যাঙছি, ইত্যাদি দিয়ে তৈরি হবে প্যান্ডেল।  বিপুল পরিমানে লোক সমাগম হবে বলে আশাবাদী ক্লাবের পুজো কনিটি। পুজোর আগে বিভিন্ন সামাজিক কর্মসুচীর মধ্যে থাকছে রক্তদান শিবির, শিশু গৃহে বাচ্চাদের খাদ্য সামগ্রী বিতরন, স্বচ্ছ ভারত অভিযান বলে জানান পুজো কমিটির সম্পাদক রাজন আচার্যী।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য