Friday, January 17, 2025
বাড়িরাজ্যজগন্নাথ জিও মন্দিরের হরির নাম সংকীর্তন এর মাধ্যমে প্রতিবাদ

জগন্নাথ জিও মন্দিরের হরির নাম সংকীর্তন এর মাধ্যমে প্রতিবাদ

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৩ আগস্ট : অশান্ত বাংলাদেশের সংখ্যালঘুদের উপর অত্যাচার রুখতে এবার বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি জানায় রাজধানীর জগন্নাথ জিও মন্দির। বুধবার রবীন্দ্র শতবার্ষিকী ভবন প্রাঙ্গনে সনাতন ধর্মের হরিনাম সংকীর্তন করে সাধুসন্তরা বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের কাছে এই দাবি জানিয়েছে।

কারণ গত কয়েকদিনে বাংলাদেশের সংখ্যালঘুদের উপর যে ধরনের অত্যাচার নামিয়ে আনা হয়েছে তা অসহনীয়। তাদের বক্তব্য বিশ্বের মধ্যে সব রাষ্ট্রে রয়েছে হিন্দু সনাতন ধর্ম। এবং এই ধর্ম উজ্জ্বলতম নক্ষত্রের মতো। হিংসায় বিশ্বাসী নয় এই ধর্ম। তাই হিংসা পরিত্যাগ করে হিন্দু ধর্মের মানুষকে নিরাপত্তা দেওয়া এবং তারা যাতে সুষ্ঠুভাবে বেঁচে থাকতে পারে তার ব্যবস্থা করতে দাবি জানানো হচ্ছে। এই হরিনাম সংকীর্তনে সাধু-সন্তদের সাথে এগিয়ে এসেছে সাধারণ মানুষের মানুষ। সকলে বাংলাদেশের কিছু দূর্বৃত্তের অসহনীয় নির্যাতনের প্রতিবাদ এবং নিন্দা জানায়।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য