স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৩ আগস্ট : পূর্ব আগরতলা থানার পুলিশের হাতে আটক চার গাঁজা পাচারকারী, এক নেশা সেবনকারী এবং দুই চোর। এ বিষয়ে বুধবার দুপুরে থানায় সাংবাদিকদের ডেকে জানিয়েছেন মহকুমা পুলিশ আধিকারিক। তিনি জানিয়েছেন, গত ২৪ ঘন্টায় পূর্ব আগরতলা থানার পুলিশ বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে মোট আটজনকে গ্রেফতার করেছে। বুধবার সকালে রাজধানীর চন্দ্রপুর আইএসবিটি -তে পুলিশ পাঁচজন গাঁজা পাচারকারিকে আটক করেছে।
এর মধ্যে তিনজন মহিলা। ধৃত গাঁজা পাচারকারীদের নাম প্রণজিৎ কুমার, চান্দেনী দেবী, মুন্না কুমার এবং সীতা দেবী। তাদের প্রত্যেকের বাড়ি বিহারের বিশাল জেলায়। তারা গাজা গুলি নিয়ে ঘোরাফেরা করছিল আইএসবিটিতে। তখন তাদের পুলিশ আটক করেছে। তাদের সাথে জড়িত রয়েছে স্থানীয় কেউ। পুলিশের জিজ্ঞাসা বাদে উঠে আসবে বলে ধারণা মহকুমা পুলিশ আধিকারিকের। অপরদিকে পূর্ব আগরতলা থানার পুলিশ গত কয়েকদিন আগে একটি চোরের গ্যাং জালে তুলেছিল।
তাদের কাছ থেকে বাইক এবং টমটম আটক হয়েছে। তাদের পুলিশ রিমান্ডে নিয়ে এসে আরো দুজনের নাম জানতে পারে। তারা হলো আড়ালিয়া এলাকার রাহুল ঋষি দাস এবং কবর খোলা এলাকার ঝুলন মিয়া। তাদের দুজনকে আটক করে পুলিশ আরো একটি টমটম আটক করেছে। একই সাথে জগহড়িমুড়া এলাকার স্বপন মিয়া নামে এক নেশা সেবনকারীকে জালে তুলেছে পুলিশ। তবে শহরে পুলিশের নজর এড়িয়ে বেআইনি মূলক কার্যকলাপ ও অপরাধমূলক ঘটনা সংঘটিত হয়ে চলেছে। অবশেষে মামলা হওয়ার পর পুলিশ তদন্তে নামছে। কিন্তু পুলিশ আগরতলা শহরের নাকা পয়েন্টগুলির নিরাপত্তা কঠোর করার কোন উদ্যোগ গ্রহণ করছে না। যাইহোক চুরি ও নেশার কারবারি সহ বিভিন্ন মামলা হাতে নিয়ে পুলিশ যখন তদন্তে নামছে তখন উঠে যাচ্ছে গোটা গ্যাং।