স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৩ আগস্ট : বাংলাদেশের অশান্তির কারণে সীমান্তে এখনো টান টান পরিবেশ। সীমান্তে কঠোর নিরাপত্তার ব্যবস্থা থাকলেও অনুপ্রবেশ অব্যাহত রয়েছে। সোমবার দুপুরে আগরতলা জিআরপি পুলিশের কাছে খবর ছিল আগরতলা বাধারঘাট রেলস্টেশন হয়ে রাজ্যের বাইরে পাড়ি দিতে পারে এক ঝাঁক বাংলাদেশী নাগরিক। পুলিশ এই খবর পাওয়া মাত্রই আরপিএফ জওয়ানদের সহযোগিতা নিয়ে রেল স্টেশনের প্রবেশপথে উৎপেতে বসে।
কিছুক্ষণ পর বাংলাদেশী নাগরিকরা রেল স্টেশনে প্রবেশ করতে শুরু করে। তখন পুলিশ তাদের ঘিরে ধরে জিজ্ঞাসাবাদ চালায়। কিন্তু প্রথমে তারা অস্বীকার করলেও পরবর্তী সময় জানায় তারা বেআইনিভাবে ভারতের ভূখণ্ডে প্রবেশ করেছে। তারা সকলেই বাংলাদেশি নাগরিক। পুলিশ তাদের জিজ্ঞাসাবাদ করে আরো জানতে পারে সিধাই মোহনপুর সীমান্ত থেকে সাব্রুম সীমান্ত দিয়ে তারা ভারতের ভূখণ্ডে প্রবেশ করেছে। তারা রেল দিয়ে বহিঃরাজ্যে যাওয়ার চেষ্টা করেছিল। পুলিশ যাদের আটক করেছে তাদের মধ্যে তিনজন বাংলাদেশী মানব পাচারকারী এবং তিনজন মহিলা সহ একজন শিশু রয়েছে।
তাদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারা অনুযায়ী মামলা নিয়ে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। তবে পুলিশ জানায় গত কয়েকদিনে প্রায় আড়াই শতাধিক বাংলাদেশি নাগরিক ত্রিপুরা সীমান্ত দিয়ে ভারতে বেআইনিভাবে প্রবেশ করেছে। তাদের আটক করেছে পুলিশ। তবে সীমান্তের নিরাপত্তা যে কতটা ঢিলেঢালা সেটা আর বলার অপেক্ষা রাখে না। নাহলে বর্তমান পরিস্থিতিতে ১৬ জন বাংলাদেশী নাগরিক কোনোভাবেই ভারতে প্রবেশ করতে পারে না।