Monday, January 13, 2025
বাড়িরাজ্যভোট গণনাকে কেন্দ্র করে কাঠালিয়া ব্লক এলাকায় সিপিআইএম এবং বিজেপি -র মধ্যে...

ভোট গণনাকে কেন্দ্র করে কাঠালিয়া ব্লক এলাকায় সিপিআইএম এবং বিজেপি -র মধ্যে সংঘর্ষে আহত বহু

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১২ আগস্ট : সোমবার দুপুরে ভোট গণনাকে কেন্দ্র করে কাঠালিয়া ব্লক এলাকায় ভারতীয় জনতা পার্টি ও সিপিআইএমের মধ্যে সংঘর্ষ হয়। আহতদের সোনামুড়া হাসপাতাল থেকে পাঠানো হয় আগরতলার জিবি হাসপাতালে। ঘটনার বিবরণে জানা যায়, সোমবার ছিল ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের ফলাফল ঘোষণার দিন। সকাল থেকেই শুরু হয় বিভিন্ন ব্লকে ভোট গণনার প্রক্রিয়া।

আর এই ভোট গণনা প্রক্রিয়া চলাকালীন সময়ে কাঁঠালিয়া ব্লকে খন্ড যুদ্ধ বাঁধে বিজেপি ও সিপিআইএমের দলীয় কর্মী সমর্থকদের মধ্যে। রীতিমতো রণক্ষেত্রের রূপ নেয় গোটা ব্লক চত্বর। আহতদের প্রথমে নিয়ে যাওয়া হয় সোনামুড়া মহকুমা হাসপাতালে। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাদেরকে পাঠানো হয় আগরতলার জিবি হাসপাতালে। আহত ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের অভিযোগ সিপিআইএমের কর্মী সমর্থকরা তাদের উপর লাঠি দিয়ে আক্রমণ করে। লাঠির আঘাতে বেশ কয়েকজন দলীয় কার্যকর্তা গুরুতর আহত হয় বলে জানিয়েছেন আহত বিজেপি কার্যকর্তা জয়ন্ত দেবনাথ।

এদিকে সিপিআইএমের কালাপানিয়া পঞ্চায়েতের প্রার্থী ইয়াসিন মিয়া জানিয়েছেন বেজিপাড়ায় সিপিআইএম আটটি আসন দখল করার পর ১১ নম্বর আসনে গণনা চলাকালীন সময়ে বিজেপির কার্যকর্তারা প্রার্থী ইয়াসিন মিয়ার মামার মাথা ফাটিয়ে দেয়। রক্তাক্ত অবস্থায় তাকে প্রথমে নিয়ে যাওয়া হয় সোনামুড়া মহকুমা হাসপাতালে। সেখান থেকে তাকে পাঠানো হয় জিবি হাসপাতালে। গোটা ঘটনায় কাঠালিয়া ব্লক এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়েছে। মোতায়েন করা হয়েছে নিরাপত্তা বাহিনীর জওয়ানদের।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য