স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১২ আগস্ট : সোমবার আমতলী স্কুল মাঠে এক অনুষ্ঠানের মাধ্যমে এলাকার বিধায়ক রামপ্রসাদ পাল তেলেঙ্গানার রাজ্যপাল যীষ্ণু দেববর্মাকে নাগরিক সংবর্ধনা প্রদান করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা, এলাকার বিধায়ক তথা ত্রিপুরা বিধানসভার উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল সহ অন্যান্যরা।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা বলেন যীষ্ণু দেববর্মাকে তেলেঙ্গানার রাজ্যপাল করা হয়েছে। এইটা রাজ্যের জন্য গর্বের বিষয়। রাজ পরিবারের কৃতি সন্তান যীষ্ণু দেববর্মা। ত্রিপুরা রাজ্যের উপমুখ্যমন্ত্রী থাকাকালীন সময় তিনি একাধিক দপ্তরের দায়িত্ব সফলতার সাথে পালন করেছেন। জাতি জনজাতি সকলের সার্বিক উন্নয়নের লক্ষ্যে কাজ করেছেন যীষ্ণু দেববর্মা।
যীষ্ণু দেববর্মাকে তেলেঙ্গানার রাজ্যপাল করার প্রসঙ্গে বলতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন সঠিক জায়গায় সঠিক ব্যক্তিকে নিযুক্ত করেছেন রাষ্ট্রপতি। ত্রিপুরা থেকে কেউ কোন দিন রাজ্যপাল হবে তা কেউ কোন দিন ভাবে নি। এর জন্য রাষ্ট্রপতির ভূমিকার প্রশংসা করেন মুখ্যমন্ত্রী। অপরদিকে অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে যীষ্ণু দেববর্মা রাজ্যের মুখ্যমন্ত্রীর প্রশংসা করেন। পাশাপাশি তিনি বলেন জনসেবা করা সকলের ভাগ্যে লেখা থাকে না। যারা জনসেবা করেন তাদেরকে কষ্ট করতে হয়। ত্রিপুরা রাজ্য বর্তমানে উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে। বর্তমান সরকারের সময়ে ত্রিপুরা রাজ্যের অনেক পরিবর্তন হয়েছে বলে অভিমত ব্যক্ত করেন যীষ্ণু দেববর্মা। অনুষ্ঠানে এইদিন এলাকার সাধারন মানুষের উপস্থিতি ছিল লক্ষ্যনীয়।