স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১২ আগস্ট : আগরতলা শহরে নেশা কারবারি এবং চোরের উপদ্রুব বেড়েছে। গত কয়েক দিনে শহরের বিভিন্ন এলাকায় একাধিক চুরির ঘটনা সংগঠিত হয়েছে। এই ঘটনাগুলি মামলা হাতে নিয়ে পশ্চিম আগরতলা থানার পুলিশ তদন্তে নেমে ৫ চোর সহ এক ব্রাউন সুগার বিক্রেতাকে আটক করলো।
ঘটনার বিবরণে জানা যায় রবিবার সন্ধ্যায় সদর মহকুমা পুলিস আধিকারিকের কাছ থেকে পশ্চিম আগরতলা থানার পুলিস জানতে পাড়ে রাধানগর এলাকায় বিপ্লব বণিক নামে এক যুবক ব্রাউন সুগার বিক্রয় করছে। যথারীতি পশ্চিম আগরতলা থানার পুলিস রাধানগরে ছুটে গিয়ে ব্রাউন সুগার সহ বিপ্লব বনিককে আটক করে। তার কাছ থেকে পুলিশ ১৩৫ টি ব্রাউন সুগারের কৌটা উদ্ধার করে। যার বাজার মূল্য আনুমানিক ৫০ হাজার টাকা হবে। তাকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে তার সঙ্গে আরও পাঁচ জন নেশাকারবারের সাথে যুক্ত রয়েছে। যথারীতি পুলিস তাদের বাড়িতে অভিযান চালায়। কিন্তু পুলিস তাদেরকে আটক করতে পারে নি।
পরবর্তী সময় পলাতক অভিযুক্তদের আটক করা হবে বলে জানান পশ্চিম আগরতলা থানার ওসি পরিতোষ দাস। তিনি আরও জানান ৫ আগস্ট চোরেরা বড়জলা স্কুল থেকে কিছু বৈদ্যুতিন পাখা, কম্পিউটারের সরঞ্জাম ও কিছু আসবাবপত্র চুরি করে নিয়ে যায়। ঘটনার তদন্ত নেমে পুলিস পাঁচ জনকে আটক করেছে। ধৃতরা হল সমীর বিন, বিলাস গুপ্ত, যদুমনি গুপ্ত, শানু দেব ও রাজেশ দেবনাথ। তাদের কাছ থেকে তিনটি সিলিং পাখা ও একটি দা উদ্ধার হয়েছে। পুলিশ রিমান্ডের আর্জি জানিয়ে ধৃতদের সকলকে সোমবার আদালতে সোপর্দ করে পুলিশ।