Tuesday, January 14, 2025
বাড়িরাজ্যশাসকদল আশ্রিত দুর্বৃত্তদের হাতে রক্তাক্ত নিরীহ রিকশা চালকের পরিবার

শাসকদল আশ্রিত দুর্বৃত্তদের হাতে রক্তাক্ত নিরীহ রিকশা চালকের পরিবার

স্যন্দন প্রতিনিধি। আগরতলা। ১৪ জানুয়ারি : শাসকদল আশ্রিত দুর্বৃত্তদের হাতে রক্তাক্ত নিরীহ রিকশা চালকের পরিবার। ঘটনা রাজধানীর বড়জলা কল্যাণপুর পাড়ায়। রামনগর ফাঁড়ির পুলিশ নিরব দর্শক। সোমবার রাতে রাজধানীর বড়জলা কল্যাণপুর পাড়ায়  নিরীহ রিক্সা চালক শ্রীনাথ ঘোষ এবং তার পরিবারের উপর আক্রমণ করে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা।

অভিযুক্তের নাম সমীর নমঃশুদ্র, রঞ্জিত শীল এবং রাজু বিশ্বস। তারা এদিন রাতের বেলা নেশাগ্রস্ত অবস্থায় নিরীহ রিক্সা চালক শ্রীনাথ ঘোষের রিক্সাতে আগুন লাগিয়ে দেয়। ঘটনা টের পেয়ে শ্রীনাথ ঘোষের ছেলে প্রবীর ঘোষ দুষ্কৃতীদের মুখোমুখি হলে দুষ্কৃতীরা তাকে হুমকি দেয় এবং বাড়িতে দুই বোন এবং তার মাকে অশ্লীল ভাষায় গালিগালাজ করে বলে অভিযোগ। মঙ্গলবার সকালে শ্রীনাথ ঘোষের ছেলে প্রবীর ঘোষ রামনগর ফাঁড়িতে মামলা করে বাড়ি ফেরার পথে আবারো বিজেপি দুষ্কৃতীদের দ্বারা আক্রান্ত হয়। প্রবীর ঘোষের মাথায় দা দিয়ে কোপ দেয় রঞ্জিত শীল, রাজু বিশ্বাস  এবং সমীর নমঃশুদ্র।

 প্রবীর ঘোষের বাবা রিক্সা চালক শ্রীনাথ ঘোষ বাঁধা দিতে গেলে তাকেও দা দিয়ে পায়ে আঘাত করে এই দুষ্কৃতীরা। এমনকি শ্রীনাথ ঘোষের দুই মেয়ে এবং স্ত্রী কে শ্লীলতাহানির চেষ্টা করে এবং দুই মেয়েকে মাথায় এবং পায়ে আঘাত করে বিজেপি দুষ্কৃতী রঞ্জিত শীল, সমীর নমঃশুদ্র এবং রাজু বিশ্বাস। ইতিমধ্যেই এই তিন অভিযুক্তকে গ্রেপ্তার করে নিয়ে গেছে পুলিশ। শ্রীনাথ ঘোষের ছেলে প্রবীর ঘোষ অভিযোগ করেন যে এলাকার বিজেপির বুথ সভাপতি চন্দন সরকার এসব দুষ্কৃতীদের ইন্ধন দেয় এবং তাই তারা এলাকায় এসব সন্ত্রাস করে বেড়ায়। বর্তমানে নিরীহ রিক্সা চালক শ্রীনাথ ঘোষ এবং তার পরিবার নিজে বাড়িতে থাকতেই আতঙ্কে ভুগছে। সংবাদ লেখা পর্যন্ত কোন দুষ্কৃতিকারীকে গ্রেফতার করে নিয়ে পুলিশ। শাসক দল বলে পুলিশের কাছে তারা পরিচিত। তাই পুলিশ তাদের রক্ষার কবচ হয়ে দুর্বৃত্তদের হয়ে দায়িত্ব পালন করছে। এমনটাই অভিমত এলাকাবাসীর।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য