স্যন্দন প্রতিনিধি। আগরতলা। ১৪ জানুয়ারি : রাস্তার পাশে রাখা ডাস্টবিনে ধাক্কা দিয়ে দুর্ঘটনায় পড়ল অটো রিকশা। গুরুতর আহত দুজন। ঘটনা মঙ্গলবার দুপুর সাড়ে তিনটা নাগাদ খোয়াই গণকী পুলিশ লাইন এলাকায়। আহত দুজনের নাম সুধা রঞ্জন রায় এবং রাখাল গিরি। আহত দুই জনকে খোয়াই জেলা হাসপাতাল থেকে আগরতলায় জি বি হাসপাতালে স্থানান্তরিত হয়েছে।
জানা যায়, খোয়াই শহর থেকে একটি যাত্রীবাহী অটো রিকশা তেলিয়ামুড়ার দিকে যাচ্ছিল। খোয়াই গণকী পুলিশ লাইনের সামনে রাস্তার পাশে থাকা ডাস্টবিনের সাথে নিয়ন্ত্রণ হারিয়ে অটো রিকশার সংঘর্ষ হয়। অটো রিকশার থাকা চালক সহ দুই জন গুরুতর জখম হয়। দমকল কর্মীরা গাড়িতে করে আহতদের খোয়াই জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে তাকে আগরতলায় জি বি হাসপাতালে রেফার করেন।