স্যন্দন প্রতিনিধি। আগরতলা। ১৪ জানুয়ারি : পশ্চিমবঙ্গের এক যুবতীকে ব্ল্যাকমেল করতে গিয়ে পুলিশের জালে উঠলো ত্রিপুরার এক যুবক। অভিযুক্ত যুবকের নাম দেবাশিস সূত্রধর। বাড়ি বিশ্রামগঞ্জের বিবেকানন্দ পল্লী এলাকায়।
তার বিরুদ্ধে অভিযোগ দীর্ঘদিন ধরে পশ্চিমবঙ্গের এক যুবতীর সাথে সে ব্ল্যাকমেল করার চেষ্টা করছিল। পরবর্তী সময়ে সেই যুবতী থানায় মামলা করলে পশ্চিমবঙ্গের পুলিশ অভিযুক্ত যুবককে জালে তুলতে রাজ্যে আসে। সোমবার সন্ধ্যায় বিশ্রামগঞ্জ থানায় গিয়ে স্থানীয় পুলিশের সহযোগিতা নিয়ে অভিযুক্ত যুবককে বাজার থেকে আটক করে। মঙ্গলবার তাকে পশ্চিমবঙ্গে নিয়ে জিজ্ঞাসাবাদ চালাবে বলে জানান বিশ্রামগঞ্জ থানার ওসি।