স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১২ আগস্ট : ৭৮ তম স্বাধীনতা দিবসকে সামনে রেখে ৮ নং টাউন বরদোয়ালি মন্ডলের উদ্যোগে রাজধানীর বটতলা এলাকায় সোমবার স্বচ্ছ ভারত অভিযান সংগঠিত করা হয়। এই স্বচ্ছ ভারত অভিযানে উপস্থিত ছিলেন এলাকার বিধায়ক তথা মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা, ৭ রাননগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক দীপক মজুমদার সহ অন্যান্যরা।
মুখ্যমন্ত্রী এইদিন বটতলা শিব মন্দিরে পুজো দিয়ে সাফাই অভিযান শুরু করেন। এক সাক্ষাৎকারে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা বলেন ২০২২ সালে ১৫ আগস্ট স্বাধীনতা দিবসকে সামনে রেখে তিন দিন ব্যাপী হর ঘর তিরঙ্গা কর্মসূচির ঘোষণা দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। হর ঘর তিরঙ্গা স্লোগানের মূল উদ্দেশ্য হচ্ছে যারা দেশের জন্য শহিদ হয়েছেন তাদেরকে সম্মান প্রদান করা।
হর ঘর তিরঙ্গা মানে প্রতিটি বাড়িতে জাতীয় পতাকা উত্তোলন করা। ২০২২ সালের ন্যায় ২০২৩ সালেও হর ঘর তিরঙ্গা কর্মসূচি পালন করা হয়। অনুরুপ ভাবে এই বছরও হর ঘর তিরঙ্গা কর্মসূচি পালন করা হচ্ছে। হর ঘর তিরঙ্গা কর্মসূচিকে সামনে রেখে একাধিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। তারই অঙ্গ হিসাবে এইদিন সাফাই অভিযান সংগঠিত করা হয়েছে। দেশের মানুষদের মধ্যে দেশাত্মবোধের চিন্তা ভাবনাকে জাগ্রত করার লক্ষ্যে এই হর ঘর তিরঙ্গা কর্মসূচি হাতে নেওয়া হয়েছে বলেও জানান মুখ্যমন্ত্রী।