Wednesday, January 15, 2025
বাড়িরাজ্যডাক্তার দেখিয়ে বাড়ি ফেরার সময় দুর্ঘটনায় মৃত্যু বৃদ্ধার

ডাক্তার দেখিয়ে বাড়ি ফেরার সময় দুর্ঘটনায় মৃত্যু বৃদ্ধার

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৯ আগস্ট : জিবি হাসপাতাল থেকে ডাক্তার দেখিয়ে বাড়ি ফেরার সময় দুর্ঘটনায় মৃত্যু হলো বৃদ্ধার। ঘটনা রাজধানীর নন্দননগর পালপাড়া এলাকার। মৃত বৃদ্ধার নাম পুর্ণ লক্ষ্মী দেববর্মা। বয়স ৮০ বছর। ঘটনার বিবরণে জানা যায়, শুক্রবার মোহনপুর থেকে জিবি হাসপাতালে মেয়েকে নিয়ে এসেছিলেন লক্ষ্মী দেববর্মা। ডাক্তার দেখিয়ে বাড়ি ফেরার সময় নন্দননগর পালপাড়া এলাকায় পুর্ণ লক্ষী দেববর্মা বসে থাকা অটো গাড়িটির সাথে সংঘর্ষ হয় অপর একটি অটো গাড়ির।

 ঘটনায় গুরুতর আহত হয় পুর্ণ লক্ষ্মী দেববর্মা এবং অটো চালক। সাথে সাথে তাদের উদ্ধার করে জিবি হাসপাতালে নিয়ে আসা হয়। কিন্তু চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর কূলে ঢলে পড়েন বৃদ্ধা। তারপর জিবি হাসপাতাল থেকে পালিয়ে যায় সেই অটো গাড়ি চালক। পুলিশ একটি অভিযোগ হাতে নিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে। হাসপাতালে কান্নায় ভেঙ্গে পড়ে নিজের পরিবার।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য